গোষ্ঠী সংক্রমণ এড়াতে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন। লকডাউন করে দেওয়া হয়েছে গোটা রাজধানীকে। আর এই করোনা আতঙ্কে এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিমকোর্টে শুরু হল শুনানি। সামাজির দূরত্ব বজায় রেখে এখন এভাবেই জরুরি মামলাগুলির শুনানি হবে শীর্ষ আদালতে।শুনানির সময় এজলাসে কেবল মাত্র উপস্থিত থাকতে পারবেন সংশ্লিষ্ট মামলার আইনজীবীরা। বাকিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এস এ বোবদের নির্দেশ অনুযায়ী, কোর্টে প্রবেশের জন্য আইনজীবীদের কাছে যে ইলেকট্রনিক পাস দেওয়া আছে তা এই পরিস্থিতিতে বাতিল করা হয়েছে। কেবল মাত্র সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতির অনুমতির ভিত্তিতেই আইনজীবীরা কোর্ট মধ্যে প্রবেশ করতে পারছেন।
সোমবার কেবলমাত্র এক নম্বর কোর্টে জরুরি শুনানি করেন প্রধান বিচারপতি। বাতিল করে দেওয়া হয় সর্বোচ্চ আদালতের ২, ৪ ও ১৪ নম্বর কোর্টে পূর্ব নির্ধারিত শুনানি । বুধবার দুই বিচারপতির বেঞ্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অতি জরুরি মামলার শুনানি করবে। এদিকে মঙ্গলবার থেকেই সুপ্রিমকোর্টে আইনজীবীদের চেম্বারও বন্ধ করে দেওয়া হচ্ছে।
মুম্বইতে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে ৩, ঘুরতে এসে চিরনিদ্রায় আরও এক বিদেশি
কলকাতায় আর মিলবে না ওলা-উবার, পরিষেবা বন্ধের সিদ্ধান্ত ক্যাব সংস্থা দু'টির
গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে করোনা প্রাণ কাড়ল শতাধিক, সব ভুলে কিমের প্রশংসায় ব্যস্ত ট্রাম্প