Sealdah to North Bengal Vande Bharat: মাত্র ১০ ঘণ্টায় শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ! নয়া বন্দে ভারতের ভাড়া কত?

Published : May 06, 2025, 08:49 PM IST

Sealdah to North Bengal Vande Bharat: রেলযাত্রীদের জন্য বিরাট খবর। চালু হচ্ছে নয়া বন্দে ভারত এক্সপ্রেস। সময়ও বাঁচবে অনেকটাই (vande bharat alipurduar to kolkata)। 

PREV
112
শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ার রুটে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস

কার্যত, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ এবং দ্রুততর করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত (vande bharat express sealdah to alipurduar)। 

212
এমনিতেই, পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রুট এটি

কী বলছে রেল?

312
রেল সূত্রে জানা গেছে, শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত চলবে এই ট্রেনটি

আর এই নয়া বন্দে ভারত এক্সপ্রেস মোট ৭১৬ কিলোমিটার পথ অতিক্রম করবে। আর এই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে মাত্র ১০ ঘন্টা। 

412
বর্তমানে এই রুটে যে সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলি চলে, সেগুলি সাধারণত ১২-১৪ ঘণ্টা সময় নেয়

স্বাভাবিকভাবেই, নতুন এই বন্দে ভারত সময়ও অনেকটাই বাঁচাবে। 

512
হিসেব বলছে, সেটা প্রায় ২-৪ ঘন্টা

সেইসঙ্গে, ট্রেনটি নবদ্বীপ ধাম স্টেশন হয়ে শিয়ালদহ যাবে। যার ফলে, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদা জেলার যাত্রীদের জন্য আসতে চলেছে দুর্দান্ত সুযোগ (vande bharat ticket price)।

612
কিন্তু ট্রেনের ভাড়া কত?

টিকিটের দাম নিয়েও সন্দিহান অনেকে। 

712
রেল সূত্রে জানা গেছে, নতুন বন্দে ভারত ট্রেনটিতে মূলত দুই ধরনের কোচ থাকবে

একটি থাকবে এসি চেয়ার কার এবং অপরটি হল এক্সিকিউটিভ এসি চেয়ার কার (vande bharat ticket price)। 

812
এসি চেয়ার কারের ক্ষেত্রে টিকিটের দাম ১৮০০ টাকা

এক্সিকিউটিভ এসি চেয়ার কারের ক্ষেত্রে টিকিটের দাম ২৯০০ টাকা

912
উত্তরপূর্ব রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম কী বলছেন?

তিনি জানিয়েছেন, “ শিয়ালদহ থেকে ভোরবেলা ট্রেনটি ছাড়বে এবং দুপুরের মধ্যে এসে পৌঁছে যাবে নিউ আলিপুরদুয়ার স্টেশনে।"

1012
তারপর আবার নিউ আলিপুরদুয়ার থেকে ট্রেনটি বিকেলেই যাত্রা শুরু করবে

তখন গন্তব্য হবে শিয়ালদহ। 

1112
তবে ট্রেনের চূড়ান্ত টাইমিং এখনও ঠিক হয়নি

তা জানা যাবে আগামী কয়েকদিনের মধ্যেই। 

1212
গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বন্দে ভারত এক্সপ্রেস

প্রসঙ্গত, আলিপুরদুয়ারের পর্যটনের ক্ষেত্রে যে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, সেই কথা বলাই বাহুল্য। 

click me!

Recommended Stories