Kangana Ranaut: কেন কঙ্গনাকে চড় মেরেছেন? জানিয়ে দিলেন CISF-মহিলা কনস্টেবল

Published : Jun 06, 2024, 10:05 PM IST
Security guard Kulwinder Kaur reveals why she killed Kangana Ranaut bsm

সংক্ষিপ্ত

কুলবিন্দর কৌর বলেছেন, কঙ্গনার পুরনো একটি বিবৃতির কারণের তিনি অভিনেত্রী সাংসদকে চড় মেরেছিলেন। 

চণ্ডীগড় বিমান বন্দরে রীতিমত অপ্রস্তুত হতে হয় মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থী কঙ্গনা রানাউতকে। বিমান বন্দরে প্রকাশ্যেই কঙ্গনার গালে রীতিমত ঠাটিয়ে চড় মারেন নিরাপত্তার দায়িত্বে থাকে সিআইএসএফ অফিসার কুলবিন্দর কৌর। কিন্তু কেন এমন কাজ করলেন তিনি? প্রকাশ্যে এসেছে কুলবিন্দর কৌরের বিবৃতি। সেখানে তিনি বলেছেন, কঙ্গনাকে চড় মারার কারণ।

কুলবিন্দর কৌর বলেছেন, কঙ্গনার পুরনো একটি বিবৃতির কারণের তিনি অভিনেত্রী সাংসদকে চড় মেরেছিলেন। কৌর বলেছেন, কৃষক আন্দোলনের সময় কঙ্গনা বলেছিলেন, কৃষকরা মাত্র ১০০ টাকার জন্য বিক্ষোভ অবস্থানে বসে রয়েছেন। কৌর বলেন, তিনিও একজন কৃষক পরিবারের সদস্য। কৃষক পরিবার থেকেই উঠে এসেথেন। তাঁর মা কৃষক আন্দোবনের সঙ্গে যুক্ত ছিলেন। কৃষক আন্দোলনের সময় অবস্থান বিক্ষোভেও বসেছিল। কৌর আরও বলেছেন, কঙ্গনা যেভাবে কৃষকদের অসম্মান করেছিলেন তারই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

Counting Update: সুজাতা বললেন 'নোংরা আবর্জনা', প্রাক্তন স্ত্রীর কথায় গুরুত্ব দিতে নারাজ সৌমিত্র

যদিও কঙ্গনাকে চড় মারার পরে কুলবিন্দর কৌরকে বরখাস্ত করা হয়েছে। পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সাইনি বলেছেন, গোটা ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। গোটা ঘটনা দুঃখ জনক বলেও জানিয়েছেন। কুলবিন্দর কৌর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ-এর একজন কনস্টেবল।'

New Parliament: নতুন সংসদ ভবনে স্বাধীনতা সংগ্রামী ও শহিদ নেতাদের মূর্তি স্থাপন নিয়ে লোকসভা সচিবালয়ের জবাব

অন্যদিকে কঙ্গনা এই ঘটনার পর দিল্লিতে গিয়ে একটি ভিডিও পোস্ট করেন নিজের সোশ্যাল মিডিয়া। সেখানে তিনি বলেন, ঘটনাটি ঘটেছিল নিরাপত্তা চেক-ইন-এ। মহিলা গার্ড আমার পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তারপর তিনি এসে আমাকে আঘাত করলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম কেন সে আমাকে আঘাত করেছিল। সে বলল, 'আমি কৃষকদের সমর্থন করি।' তারপরই তিনি বলেন, তিনি নিরাপদে রয়েছেন। তবে পাঞ্জাবে সন্ত্রাস বেড়েছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

Viral Video: ৪০০ পার হয়নি বিজেপির! রাষ্ট্রীয় হিন্দু পরিষদের নেতা রাগে দুঃখে যা করলেন তা আর বলার নয়

 

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!