অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর কি রাজনীতিতে পা, স্পষ্ট জবাব দিলেন সৌরভ

  • অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের
  • সৌরভের রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা
  • বিসিসিআই সভাপতি পদে বসতে চলেছেন মহারাজ

debamoy ghosh | Published : Oct 15, 2019 5:48 PM IST

বিসিসিআই মসনদে বসতে চলেছেন তিনি। তার সঙ্গে সঙ্গে কি রাজনীতিতেও পা রাখবেন সৌরভ গঙ্গোপাধ্যায়? অমিত শাহের সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়কের সাক্ষাতের পর থেকেই এই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মহারাজ নিজেই। সৌরভ  স্পষ্ট করে দিলেন, অমিত শাহের সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি সত্যি হলেও এর সঙ্গে রাজনীতিতে যোগ দেওয়ার কোনও প্রশ্নই নেই। 

সৌরভের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের পরেই জল্পনা ছড়িয়ে পড়ে যে, বিসিসিআই প্রধানের পদ পাওয়ার বিনিময়ে ২০২১-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দেবেন মহারাজ। সৌরভ অবশ্য এই সমস্ত জল্পনা খারিজ করে দিয়ে জানিয়েছেন, 'আমার সঙ্গে অমিত শাহের এই প্রথমবার দেখা হল। আমিও তাঁকে বিসিসিআই নিয়ে কোনও প্রশ্ন করিনি, কোনও পদ পাওয়ার বিষয়েও কথা হয়নি। আবার একইভাবে ওই বৈঠকে কোনও রাজনৈতিক আলোচনাও হয়নি।'

আরও পড়ুন-শহরে ফিরলেন মহারাজ, আবেগে, ভালোবাসায় সৌরভকে স্বাগত জানাল কলকাতা

আরও পড়ুন- বোর্ড সভাপতি সৌরভ, প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা লক্ষণ শেহওয়াগের

এই প্রসঙ্গেই সৌরভ বলেন, 'আমি যখন পশ্চিমবঙ্গরে মুখ্যমন্ত্রী মমতাদির সঙ্গে দেখা করি, তখনও আমাকে এই ধরনের প্রশ্ন শুনতে হয়।' 

এর আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহও দাবি করেছিলেন, বিসিসিআই সভাপতি নির্বাচন নিয়ে তিনি কোনওরকম হস্তক্ষেপ করবেন না। বিজেপি সভাপতি বলেন, 'আমি বিসিসিআই সভাপতি নির্বাচন নিয়ে নাক গলাব না। বোর্ডের নিজস্ব পদ্ধতি রয়েছে সভাপতি নির্বাচনের জন্য। সৌরভ আমার সঙ্গে দেখা করতে আসতেই পারেন। আমি ক্রিকেটের সঙ্গে বহু বছর ধরে যুক্ত। সৌরভ গঙ্গোপাধ্যায় আমার কাছে এলে ক্ষতি কী?'

Share this article
click me!