কেন্দ্রীয় বাজেটে নারী উন্নতিতে দিকে দৃষ্টিনিক্ষেপ! মহিলাদের জন্য একগুচ্ছ বিশেষ ঘোষণা করলেন অর্থমন্ত্রী

কেন্দ্রীয় বাজেটে মেয়েদের জন্য বিশেষ সুবিধা! মহিলাদের জন্য বিশেষ ঘোষণা করলেন অর্থমন্ত্রী

Anulekha Kar | Published : Jul 23, 2024 6:05 AM IST / Updated: Jul 23 2024, 12:55 PM IST

সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংসদে শুরু হল মোদীর ৩.০-এর প্রথম বাজেট। দীর্ঘতম বাজেট ভাষণের রেকর্ড আছে সীতারামনের ঝুলিতে। এই বাজেটে বিশেষ করে মহিলাদের উপরে নজর দেওয়ার কথা বলা হয়েছে।

মহিলাদের জন্য বিশেষ হোস্টেলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এদিন অর্থ মন্ত্রী বলেন, ‘আমরা চাইছি মহিলারা আরও বেশি করে কর্মজগতে আসুন’ 'সেজন্য মেয়েদের হস্টেল এবং মহিলা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে'।

Latest Videos

এ ছাড়াও ঋণের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, 'দক্ষতা বাড়ানোর জন্য সরকার ঋণের ব্যবস্থা করবে যাতে সরকারের গ্যারান্টি থাকবে'

'১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ব্যাপারে সরকার সাহায্য করবে দেশের মধ্যে পড়ার জন্য'

'প্রতি বছর ১ লক্ষ ছাত্রকে ই-ভাউচার এজন্য দেওয়া হবে'। এ ছাড়াও চাকরিতে মহিলাদের অগ্রাধিকারের কথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এ ছাড়াও কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে এই বাজেটে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার বাজেট বক্তৃতায় বলেছেন যে 'সরকার আগামী পাঁচ বছরে শীর্ষ ৫০০ কোম্পানিতে এক কোটি যুবককে ইন্টার্নশিপের সুযোগ দেবে। এই ইন্টার্নশিপ হবে ১২ মাসের জন্য। এতে তরুণরা ব্যবসার বাস্তব পরিবেশ জানতে এবং বিভিন্ন পেশার চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। এর আওতায় যুবকদের প্রতি মাসে ৫,০০০ টাকা ভাতাও দেওয়া হবে। শুধু তাই নয়, সাহায্য হিসেবে তাদের দেওয়া হবে ছয় হাজার টাকা। "কোম্পানিগুলিকে তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে প্রশিক্ষণের খরচ এবং ইন্টার্নশিপ খরচের ১০ শতাংশ বহন করতে হবে।"

Share this article
click me!

Latest Videos

পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
'লক্ষ্মীর ভাণ্ডার! দিদি চোর...' হাতে বাঁশ নিয়ে TMC নেতাদের অপেক্ষায় গ্রামবাসীরা! | Panskura Flood |
অবশেষে ধর্না প্রত্যাহারের সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের, দেখুন কী বললেন তাঁরা | Junior Doctors
দুঘণ্টা জিজ্ঞাসাবাদ! RG Kar কাণ্ডে কার কার নাম বললেন মীনাক্ষী CBI-কে! দেখুন | Minakshi Mukherjee |