বাংলাদেশ ইস্যু নিয়ে সর্বদলীয় বৈঠক! সরকারের পাশে রয়েছেন বিরোধীরাও, হাসিনা প্রসঙ্গে কী সিদ্ধান্ত নিল কেন্দ্র?

Published : Aug 06, 2024, 02:22 PM ISTUpdated : Aug 06, 2024, 02:37 PM IST
modi with sheikh hasina

সংক্ষিপ্ত

বাংলাদেশ ইস্যু নিয়ে বিশেষ বৈঠক! সরকারের পাশে রয়েছেন বিরোধীরাও, হাসিনা প্রসঙ্গে কী সিদ্ধান্ত নিল কেন্দ্র?

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক ভারতে। মঙ্গলবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক ছিল ভারতবর্ষে।

মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকে বসেন ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

এখনও ২০ হাজারের মতো ভারতীয় বন্দি বাংলাদেশে। তবে এখনও তাঁদের ভারতে ফিরিয়ে আনার পরিস্থিতি তৈরি হয়নি বলেই জানানো হয়েছ বৈঠকে। ইতিমধ্যেই ৮ হাজার ভারতীয় পড়ুয়াকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে।

এখনও পর্যন্ত শেখ হাসিনাকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সর্বদল বৈঠকে এমনই জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন: বাংলাদেশে চরম নির্যাতিত হিন্দুরা! ঘর ভেঙে চুরমার, হিন্দু মহিলার ভয়ঙ্কর আর্তনাদের ভিডিও ভাইরাল

সূত্র মারফত জানা গিয়েছে, এই বিষয়ে সরকারের পাশে রয়েছেন বিরোধীরাও বলে জানিয়েছেন তাঁরা। এ প্রসঙ্গে কেন্দ্রের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, “সীমান্ত পরিস্থিতি উদ্বেগজনক নয়। আমাদের পর্যাপ্ত চেক পয়েন্ট আছে।”

আরও পড়ুন: ঠিক ৪৯ বছর আগেও পালাতে হয়েছিল ভারতে! হাসিনাকে আশ্রয় দিয়েছিলেন ইন্দিরা গান্ধী, ইতিহাস জানলে চমকে যাবেন

মারাত্মক উত্যক্ত বাংলাদেশ। ৫ অগাস্ট ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। দিল্লিতে গোপন আস্তানায় রয়েছেন তিনি। তবে ভারত এখনও তাঁকে থাকার জায়গা দেয়নি বলে জানা গিয়েছে। সূত্রের খবর ভারতে থাকবেন না হাসিনা । সূত্রের খবর ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন হাসিনা। কিন্তু ব্রিটেন সেই আবেদন খারিজ করেছে।

PREV
click me!

Recommended Stories

News Round UP: ফুটবল আইকনকে অপব্যবহারের অভিযোগ থেকে দিল্লিতেও মেসি ম্যাজিক, সারাদিনের খবর এক ক্লিকে
অনুপ্রবেশকারী ইস্যুতে ধুন্ধুমার! রাজ্যসভায় বিস্ফোরক শমীক, পাল্টা তোপ তৃণমূলের