সংক্ষিপ্ত

ঠিক ৪৯ বছর আগেও পালাতে হয়েছিল ভারতে! হাসিনাকে আশ্রয় দিয়েছিলেন ইন্দিরা গান্ধী, ইতিহাস জানলে চমকে যাবেন

ঢাকা ছেড়েছেন হাসিনা। সোমবার বাংলাদেশ থেকে ভারতের দিকে রওনা দেন হাসিনা সঙ্গে ছিলেন বোন রেহানা।

আজ থেকে ৪৯ বছর আগে জুলাই মাসে এভাবেই আরও একবার দেশ ছেড়েছিলেন। সেদিন তিনি জানতেন না এটাই তাঁর বাবা মুজিবর রহমানের সঙ্গে তাঁর শেষ দেখা হতে চলেছে।

পরের পাঁচ বছর হাসিনাকে আশ্রয় দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। সেদিন বাংলাদেশের বিমান বন্দর থেকে দুই মেয়েকে বিদায় জানাতে এসেছিলেন মুজিবর ও তাঁর পরিবার। হাসিনার স্বামী তখন জার্মানিতে পেশায় বিজ্ঞানী ছিলেন তিনি। তাঁর কাছেই যাওয়ার জন্য বোন সহ রওনা দিয়েছিলেন হাসিনা। বেশ কয়েকদিন সেখানে থাকার কথা ছিল। সালটা ছিল ১৯৭৫-এর ৩০ জুলাই।

কিন্তু ঠিক ১৫ দিন পরে জানতে পারেন, তাঁর পরিবারের ১৮ জন সদস্যকে মেরে ফেলা হয়েছে। নেই মুজিবরও। তাঁর মধ্যে ছিলেন হাসিনার ভাইও।

ভারত তখন আশ্রয় দেয় হাসিনাকে। পরবর্তীকালে বারবার নিজের অভিজ্ঞতার কথা বলে ভারতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। জার্মানি থেকে ভারতে উড়িয়ে আনা হয়েছিল হাসিনা ও রেহানাকে।

এরপর নাম বদলে দেওয়া হয়েছিল তাঁদের। দিল্লিতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল তাঁদের। হাসিনার স্বামী এমএ ওয়াজেদ মিঞার চাকরির ব্যবস্থাও করে দেন ইন্দিরা গান্ধী।

এরপরেও বারবার হত্যা করার চেষ্টা করা হয় তাঁকে কখনও, গ্রেনেড, কখনও গুলি বা কখনও বিস্ফোরণ বারবার মৃত্যুর মুখ থেকে বেঁচেছেন মুজাবির কন্যা।