লকডাউনের মধ্যেই ১৫ মে খুলছে বদ্রীনাথের দরজা, নরসিংহ মন্দিরে শুরু হয়ে গেল প্রস্তুতি

Published : May 13, 2020, 02:49 PM ISTUpdated : May 13, 2020, 02:55 PM IST
লকডাউনের মধ্যেই ১৫ মে খুলছে বদ্রীনাথের দরজা,  নরসিংহ মন্দিরে শুরু হয়ে গেল প্রস্তুতি

সংক্ষিপ্ত

গত ২৯ এপ্রিল খুলেছে কেদারনাথ মন্দিরের দরজা এবার ১৫ মে খুলতে চলেছে বদ্রীনাথ মন্দিরের দরজা বুধবার থেকে শুরু হয়ে গেল ধর্মীয় রীতি পালন ইতিমধ্যে জোশিমঠে চলে এসেছেন প্রধান পুরোহিত

করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমে লকডাউনের মধ্যে দেশ। তারমধ্যেই গত ২৯ এপ্রিল খুলেছে কেদারনথা মন্দিরের প্রধান ফটক। তবে মন্দির খুললেও তীর্থযাত্রীদের তাতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এবার খুলতে চলেছে চার ধামের অন্যতম বদ্রীনাথ মন্দিরের দরজা। সোমবারই সেকথা জানিয়েছেন জোশিমঠের সাব-ডিভিশনাল মেজিস্ট্রেট অনিল চানিয়াল। আগামী ১৫ মে থেকে উন্মুক্ত হতে চলেছে বদ্রীনাথ মন্দিরের দরজা। মন্দির খোলার সময় প্রধান পুরোহিত-সহ ২৭ জন মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। তবে করোনাভাইরাসের প্রকোপের কারণে এখনই মন্দিরের ভিতরে প্রবেশের অনুমতি পাচ্ছেন না ভক্তরা।

 

এদিকে মন্দির খোলার আগে জোশিমঠের নরসিংহ মন্দিরে বুধবার পালিত হল ধর্মীয় রীতিনীতি। আদিশঙ্করাচার্যকে চন্দন দিয়ে স্নান করান হয় এদিন। বৃহস্পতিবার পাণ্ডুকেশ্বরের যোগী ধ্যানবদ্রীর মন্দিরেও একই রকম ভাবে ধর্মীয় আচার পালন হবে বলে জানা যাচ্ছে।

করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ হাজারের পথে, বিশ্বের ক্রম তালিকায় ১২ নম্বরে উঠে এল ভারত

লকডাউনের মধ্যেই খুলল কেদারনাথের দরজা, দর্শন করুন বাবার দিব্যরূপ

এবার দেশেই তৈরি হচ্ছে রেমডেসিভির, ৪টি ভারতীয় সংস্থার হাত ধরে পৌঁছবে বিশ্বের ১২৭টি দেশে

এদিকে বদ্রীনাথ মন্দিরের দরজা খোলার জন্য ইতিমধ্যে জোশীমঠে পৌঁছে গিয়েছেন প্রধান পুরোহিত। ইতিমধ্যে তাঁর করোনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ১৫ তারিখ সকাল ৪টে ৩০ মিনিটে দরজা খুলবে বদ্রীনাথের। 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: বড় খবর! ১ জানুয়ারি থেকে বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন? কতদিন পিছিয়ে গেল দিন
জেনে নিন আজ শহরে ডিজেল ও পেট্রোলের দাম কত