ঝড় বৃষ্টির মধ্যে মাঝ আকাশে বিপাকে মুম্বই দুর্গাপুর বিমান, আহত ১২ জন যাত্রী

Published : May 01, 2022, 11:41 PM IST
ঝড় বৃষ্টির মধ্যে মাঝ আকাশে বিপাকে মুম্বই দুর্গাপুর বিমান, আহত ১২ জন যাত্রী

সংক্ষিপ্ত

গোটা ঘটনায় স্পাইসজেটের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে। যাত্রীদের সবরকমের সহায়তা দেওয়া হয়েছে। 

মাঝ আকাশে আচমকা প্রবলভাবে দুলতে শুরু করে মুম্বই দুর্গাপুর স্পাইসজেটের বিমান। অন্ডাল বিমানবন্দরে নামার আগেই শনিবার মাঝ আকাশে প্রবল ঝড়বৃষ্টির কবলে পড়ে বিমানটি। এই ঘটনায় আহত হন ১২জন বিমানযাত্রী। সূত্রের খবর মুম্বই থেকে অণ্ডালে আসছিল স্পাইস জেটের বিমানটি। আচমকাই মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। প্রবল ঝাঁকুনিতে আহত হন ১২ জন। 

তবে শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে অন্ডাল বিমানবন্দরে অবতরণ করে। স্পাইসজেট সূত্রে খবর এয়ার ট্যাবুর্লান্সের কবলে পড়েছিল তবে অত্যন্ত দক্ষতার সঙ্গে পাইলট বিমানটিকে অবতরণ করিয়েছেন। যাত্রীদের কারোরই আঘাত গুরুতর নয়। প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- সেমি কন্ডাক্টর শিল্পের প্রচার প্ল্যাটফর্ম সেমিকন ইন্ডিয়ার প্রশংসা রাজীব চন্দ্রশেখরের

স্পাইস জেটের মুখপাত্র জানিয়েছেন, স্পাইস জেট B737 বিমানটি  টার্বুল্যান্সের মধ্যে পড়ে। এটি মুম্বই থেকে দুর্গাপুর আসছিল। কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের সবরকম মেডিকেল সহায়তা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর নৈশভোজে অনুপস্থিত, 'মুখ্যমন্ত্রীর হয়তো ইফতারের নিমন্ত্রণ ছিল', কটাক্ষ দিলীপের

সূত্রের খবর, অন্ডাল বিমানবন্দরে শনিবার সন্ধ্যাতেও ঠিক একই ঘটনা হয়েছিল। সেদিনও ঝড়বৃষ্টির মধ্যে কলকাতা বিমানবন্দরগামী একটি বিমান এয়ার টার্বুল্যান্সের মধ্যে পড়ে গিয়েছিল। সেই বিমানের যাত্রীরাও মাঝ আকাশেই তীব্র ঝাঁকুনি অনুভব করেন। তবে শেষ পর্যন্ত বিমানটি নিরাপদেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। 

আরও পড়ুন- 'সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি ভারত-কানাডার সম্পর্কের প্রতীক', বললেন মোদী

গোটা ঘটনায় স্পাইসজেটের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে। যাত্রীদের সবরকমের সহায়তা দেওয়া হয়েছে। 

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের