স্ট্যালিন ম্যাজিকেই কাজ, তামিলনাড়ুর পুরভোটে ডিএমকে-কংগ্রেস-বাম জোটে ধরাশায়ী এডিএমকে

শেষ বিধানসভা নির্বাচনেও ভালো ব্যবধানে জয়ী হয়েছিল ডিএমকে। ধরাশায়ী হয়েছিল এডিএমকে, বিজেপি-র মতো দলগুলি। এবার পুরভোটের ময়দানেও যেন ফের সেই ছবিরই পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল। 

একদিকে বাংলার পুরভোটে বিরোধীদের ধরাশায়ী করে একের পর এক পুর নিগমের দখল নিচ্ছে তৃণমূল-কংগ্রেস তেমনই তামিলনাড়ুর পুরভোটে দেখা গেল ডিএমকে ঝড়। তামিলনাড়ুর পুরভোটে ফের বাজিমাৎ করতে দেখা গেল মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দল ডিএমকে-র নেতৃত্বাধীন জোটকে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দেশের রাজ্য-রাজনীতিতে। এদিকে শেষ বিধানসভা নির্বাচনেও ভালো ব্যবধানে জয়ী হয়েছিল ডিএমকে। ধরাশায়ী হয়েছিল এডিএমকে, বিজেপি-র মতো দলগুলি। এবার পুরভোটের ময়দানেও যেন ফের সেই ছবিরই পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল। 


সহজ কথায় কংগ্রেস, বাম এবং অন্য কয়েকটি ছোট দলকে নিয়ে গড়া শাসক জোট রাজধানী চেন্নাই-সহ অধিকাংশ পুরসভাই দখল করতে চলেছে। উত্তর তামিলনাড়ুরতে ব্যাপক মার্জিনে আসছে জয়। এদিকে দক্ষিণের ১০টি জেলা যেখানে একসময় এডিএমকে-র ভালো দাপট ছিল সেখানেও উঠে এসেছে ডিএমকে। পাশাপাশি এডিএমকে-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পশ্চিম ও উপকূল অঞ্চলেও ভাল ফল করেছে ডিএমকে জোট। আর তাতেই রাজনৈতিক মহলে পড়েছে ব্যাপক সাড়া। গত ১৯ ফেব্রুয়ারি চেন্নাই-সহ ২১টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ১৩৮টি মিউনিসিপ্যালিটি এবং ৪৮৯টি নগর পঞ্চায়েতের ভোটগ্রহণ হয়েছিল। এর সিংহভাগ আসনেই জিতেছে ডিএমকে জোট। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত শেষ পাওয়া খবর অনুসারে ২০০ আসনের বৃহত্তর চেন্নাই পুরসভায় ১৯২টির ফল ঘোষিত হয়েছে। যাতে বেশিরভাগ ক্ষেত্রেই এগিয়ে শাসক জোট। 

Latest Videos

আরও পড়ুন- সাহস থাকলে সিবিআই তদন্ত টাক রাজ্য, আনিস কাণ্ডে মমতাকে তোপ দিলীপের

আরও পড়ুন- কতটা শান্তিপূর্ণ ভোট হল উত্তরপ্রদেশে, তৃতীয় দফার নির্বাচন শেষে পাল্লা ভারী কার

আরও পড়ুন- আনিস মৃত্যুতে বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের, কবে শুরু হচ্ছে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি

আরও পড়ুন- নয়া শিক্ষানীতির বাস্তবায়নে ব্যাপক ভাবে সাহায্য করবে এবারের বাজেট, দাবি মোদীর

তবে জয় না পেলেও দলের ফল নিয়ে খুশি তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই। তাদের ফলাফলকে তিনি একটি দুর্দান্ত বিজয় বলে অভিহিত করেছেন। এই প্রসঙ্গে এদিন তিনি বলেন, “আজ স্থানীয় নির্বাচনের ফলাফল বেরিয়েছে। দল এমন অনেক জায়গায় পৌঁছেছে যেখানে আগে আমরা ছিলাম না। আমরা প্রতিটি কোণে পদ্ম ফুটিয়েছি। তামিলনাড়ুতে তৃতীয় দল হিসেবে আবির্ভূত হয়েছে বিজেপি। আমি ধন্যবাদ জানাই নেতাদের যারা আমাদের প্রার্থীদের বিজয়ের জন্য কঠোর পরিশ্রম করেছেন। আমরা জিততে না পারলেও ভোটের হারে আমি খুশি।” এদিকে চেন্নাইয়ের পাশাপাশি কোয়ম্বত্তূর, এরোড, ভেলোর, ত্রিচি (তিরুচিরাপল্লি), তাঞ্জাভুর, তুতিকোরিন, থিরুনেলভেলি, মাদুরাই-সহ সবগুলি কর্পোরেশন দখল করেছে স্ট্যালিনের জোট। এদিকে এবারের নির্বাচনে মোট ৭৪,৪১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন বলে জানা যায়। এদিকে তামিলনাড়ুর এই নির্বাচনের দিকে নজর ছিল গোটা দেশরই। অবশেষে সামনে এল ফল। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন