জানুয়ারি থেকেই মোটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে! রাতারাতি দুর্দান্ত খবর দিল রাজ্য সরকার
জানুয়ারি মাসেই মোটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। একলাফে বেড়ে গেল অনেকটা বেতন।
এবার এক ধাক্কায় ৮ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হল। ফলে বেশ অনেকটা বেড়ে যাবে বেতন।
এতদিন পর্যন্ত ৩৮ শতাংশ ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। এবার তা বেড়ে দাঁড়াল ৪৬ শতাংশে।
কেন্দ্রীয় হারে ডিএ পেতে অনেক দিন ধরেই লড়াই চালাচ্ছেন সরকারি কর্মীরা।
শুধু তাই নয়, সরকারের তরফ থেকে আরও ৪ শতাংশ ডিএ-র কথা উল্লেখ করা হয়েছে। ফলে আরও অনেকটা বেতন বাড়তে পারে রাজ্য সরকারের।
তবে সবাই এই ডিএ পাচ্ছেন না। শুধু ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মীরা পাবেন এই ডিএ।
শুধুমাত্র উত্তরপ্রদেশের রাজ্য পরিবহণ দফতরের কর্মীদের ডিএ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে।