দুর্দান্ত খবর! একধাক্কায় বেতন বাড়ছে দ্বিগুণ, সঙ্গে মিলবে বাড়তি DA, নতুন বছরে ‘মালামাল’ হবেন সরকারি কর্মীরা

২০২৬ সালে অষ্টম বেতন কমিশন বসার খবর প্রকাশ্যে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বেসিক বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে ৩৪,৫০০ টাকা হতে পারে।
Sayanita Chakraborty | Published : Dec 10, 2024 7:49 PM
110

কেন্দ্রীয় সরকারি কর্মী হোক বা রাজ্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের কত শতাংশ ডিএ বৃদ্ধি হল কিংবা কত শতাংশ বেতন বাড়ল তা সব সময় থাকে আলোচনার শীর্ষে।

210

এবার খবরের শিরোনামে বেতন কমিশনের খবর। ২০২৬ সালে বসতে চলেছে অষ্টম বেতন কমিশন।

310

প্রতি ১০ বছর অন্তর গঠিত হয় পে কমিশন। যা ফলে সরকারি কর্মীদের বেতন ও পেনশনভোগীদের পেনশন বৃদ্ধি পায়।

410

২০২৬ সাল গঠিত হবে অষ্টম বেতন কমিশন। এতে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর এই কমিশনের খবর এল প্রকাশ্যে।

510

অষ্টম বেতন কমিশন নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। এর প্রভাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিশাল মাত্রায় বেতন বাড়তে চলেছে।

610

শোনা যাচ্ছে, অষ্টম পে কমিশন গঠনের পর অষ্টম বেতন কমিশনের বেসিক ১৮ হাজার থেকে বেড়ে হবে ৩৪,৫০০ টাকা।

710

এরই সঙ্গে বাড়বে ডিএ। প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ ডিএ বাড়ে সরকারি কর্মীদের।

810

এবার ৩ শতাংশ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। যা মিলবে জানুয়ারি থেকে। সব মিলিয়ে নতুন বছরে মোটা টাকা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

910

এদিকে নতুন পে কমিশন গঠন হবে বেসিক যেমন হবে ৩৪৫০০। তেমনই বেতন হবে ৫০ হাজারের বেশি।

1010

সব মিলিয়ে সুদিন আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। শীঘ্রই হবে বেতন বৃদ্ধি। আগামী বছরে মালামাল হবেন তাঁরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos