১০০টি জেলার সমস্ত ঘরেই কলের জলে, জল জীবন মিশন প্রকল্পে সাফল্য

Published : Feb 19, 2022, 02:06 AM IST
১০০টি জেলার সমস্ত ঘরেই কলের জলে, জল জীবন মিশন প্রকল্পে সাফল্য

সংক্ষিপ্ত

জলশক্তি মন্ত্রকের মতে হিমাচল প্রদেশের একটি জেলার নাম  ১০০তম জেলা হিসেবে 'হার ঘর জল' মিশন প্রকল্পের অধীনে নথিভুক্ত করা হয়েছে। 'হার ঘর জল' প্রকল্পের সেই জেলাটি হল চাম্বা। বাকি চারটি জেলা হল, ভদ্রদ্রি, কাঠগুদাম, জয়শঙ্কর ভূপালপল্লি ও কোমরাম ভীম আসিফবাদ ও হরিয়ানার মেওয়াত। 

আরও এক ধাপ সাফল্য পেল 'জল জীবন মিশন' (jal jeevan mission)। দেশের ১০০টি জেলার প্রতিটি বাড়িতে এবার পৌঁছে যাবে জল।  'হার ঘর জল' (har ghar jal)বা 'সব ঘরে জল' মিশন প্রকল্পের অধীনে দেশের ৯ কোটিরও বেশি বাড়িতে কলের জল সরবরাহ করা হচ্ছে ১৬ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে। এদিন তেমনই জানিয়েছেন জলশক্তি মন্ত্রক। 

জলশক্তি মন্ত্রকের মতে হিমাচল প্রদেশের একটি জেলার নাম  ১০০তম জেলা হিসেবে 'হার ঘর জল' মিশন প্রকল্পের অধীনে নথিভুক্ত করা হয়েছে। 'হার ঘর জল' প্রকল্পের সেই জেলাটি হল চাম্বা। বাকি চারটি জেলা হল, ভদ্রদ্রি, কাঠগুদাম, জয়শঙ্কর ভূপালপল্লি ও কোমরাম ভীম আসিফবাদ ও হরিয়ানার মেওয়াত। 

মন্ত্রকের পক্ষ থেকে জানান হয়েছে পরবর্তী জল সরবরাহ কর্মসূচিতে একটি বিশেষ পরিবর্তন করা হয়েছে। জল জীবন মিশন কেবল জল সরবরাহের পরিকাঠামো তৈরি না করে জল পরিষেবা সরবরাহের ওপরেও বিশেষ জোর দেবে। জল জীবন মিশনের মূল মন্ত্রই হল এবার দেশের দেশের সমস্ত বাড়িতেই কলের জল পৌঁছে দেওয়া হবে, 'কেউ বাদ যাবে না।'

কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে জানান হয়েছে, এই মিশনটি দেশের মানুষের আর্থা ও সামাজিক অবস্থান উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।  এই মিশনে সবথেকে বেশি উপকৃত হলেন মহিলারা। কারণ জল সংগ্রহের জন্য সবথেকে বেশি কষ্ট ভোগ করতে হত মহিলাদেরই। দেশের মা ও বোনেদের মুক্তির জন্যই এই প্রকল্পের সূচনা করা হয়েছিল। এই মিশনটি জীবনযাত্রার মানে স্বাচ্ছন্দ্য এনেছে। গ্রামীণ পরিবারগুলি গর্ব করতে পারছে। 

আমেদাবাদ বিস্ফোরণকাণ্ডে মাস্টারমাইন্ড আবু বাশার, গুজরাট নিয়ে যেতে ঘাম ঝরেছিল মোদীর
চিত্রাকে ব্যাগ গুছিয়ে রাখতে বলেছিলেন 'হিমালয়ের যোগী', দিয়েছিলেন উপহার
টিকা প্রস্তুতকারকদের আপত্তিকর শর্ত মানেনি ভারত, বললেন স্বাস্থ্যমন্ত্রী

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের