১০০টি জেলার সমস্ত ঘরেই কলের জলে, জল জীবন মিশন প্রকল্পে সাফল্য

জলশক্তি মন্ত্রকের মতে হিমাচল প্রদেশের একটি জেলার নাম  ১০০তম জেলা হিসেবে 'হার ঘর জল' মিশন প্রকল্পের অধীনে নথিভুক্ত করা হয়েছে। 'হার ঘর জল' প্রকল্পের সেই জেলাটি হল চাম্বা। বাকি চারটি জেলা হল, ভদ্রদ্রি, কাঠগুদাম, জয়শঙ্কর ভূপালপল্লি ও কোমরাম ভীম আসিফবাদ ও হরিয়ানার মেওয়াত। 

আরও এক ধাপ সাফল্য পেল 'জল জীবন মিশন' (jal jeevan mission)। দেশের ১০০টি জেলার প্রতিটি বাড়িতে এবার পৌঁছে যাবে জল।  'হার ঘর জল' (har ghar jal)বা 'সব ঘরে জল' মিশন প্রকল্পের অধীনে দেশের ৯ কোটিরও বেশি বাড়িতে কলের জল সরবরাহ করা হচ্ছে ১৬ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে। এদিন তেমনই জানিয়েছেন জলশক্তি মন্ত্রক। 

জলশক্তি মন্ত্রকের মতে হিমাচল প্রদেশের একটি জেলার নাম  ১০০তম জেলা হিসেবে 'হার ঘর জল' মিশন প্রকল্পের অধীনে নথিভুক্ত করা হয়েছে। 'হার ঘর জল' প্রকল্পের সেই জেলাটি হল চাম্বা। বাকি চারটি জেলা হল, ভদ্রদ্রি, কাঠগুদাম, জয়শঙ্কর ভূপালপল্লি ও কোমরাম ভীম আসিফবাদ ও হরিয়ানার মেওয়াত। 

Latest Videos

মন্ত্রকের পক্ষ থেকে জানান হয়েছে পরবর্তী জল সরবরাহ কর্মসূচিতে একটি বিশেষ পরিবর্তন করা হয়েছে। জল জীবন মিশন কেবল জল সরবরাহের পরিকাঠামো তৈরি না করে জল পরিষেবা সরবরাহের ওপরেও বিশেষ জোর দেবে। জল জীবন মিশনের মূল মন্ত্রই হল এবার দেশের দেশের সমস্ত বাড়িতেই কলের জল পৌঁছে দেওয়া হবে, 'কেউ বাদ যাবে না।'

কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে জানান হয়েছে, এই মিশনটি দেশের মানুষের আর্থা ও সামাজিক অবস্থান উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।  এই মিশনে সবথেকে বেশি উপকৃত হলেন মহিলারা। কারণ জল সংগ্রহের জন্য সবথেকে বেশি কষ্ট ভোগ করতে হত মহিলাদেরই। দেশের মা ও বোনেদের মুক্তির জন্যই এই প্রকল্পের সূচনা করা হয়েছিল। এই মিশনটি জীবনযাত্রার মানে স্বাচ্ছন্দ্য এনেছে। গ্রামীণ পরিবারগুলি গর্ব করতে পারছে। 

আমেদাবাদ বিস্ফোরণকাণ্ডে মাস্টারমাইন্ড আবু বাশার, গুজরাট নিয়ে যেতে ঘাম ঝরেছিল মোদীর
চিত্রাকে ব্যাগ গুছিয়ে রাখতে বলেছিলেন 'হিমালয়ের যোগী', দিয়েছিলেন উপহার
টিকা প্রস্তুতকারকদের আপত্তিকর শর্ত মানেনি ভারত, বললেন স্বাস্থ্যমন্ত্রী

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury