Gaming: অনলাইন গেমের নেশা ছাড়ানোই লক্ষ্য, সময়-খরচ নির্ধারণ করে দিচ্ছে সরকার

গত কয়েক বছরে সারা দেশে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন গেমিং। কিন্তু এর নানা খারাপ দিকও আছে। কেন্দ্রীয় সরকার অনলাইন গেমিংয়ের উপর বিধিনিষেধ জারি করছে।

অনলাইন গেমিংয়ের নেশা কাটানোর জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে শিশু ও কিশোরদের মধ্যে যাতে অনলাইন গেমিংয়ের নেশা মারাত্মক না হয়ে ওঠে, তার জন্য ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক অনলাইন গেমিংয়ের উপর বিধিনিষেধ জারি করতে চলেছে। অনলাইন গেমিংয়ে কতক্ষণ সময় কাটানো যাবে এবং মোট কত টাকা খরচ করা যাবে, সেটা নির্দিষ্ট করে দিতে চাইছে সরকার। অনলাইন গেমের পাশাপাশি টাকা-পয়সা সংক্রান্ত গেমের ক্ষেত্রেও খরচের সীমা নির্দিষ্ট করে দিতে চাইছে সরকার। চিন ইতিমধ্যেই অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ জারি করেছে। এবার ভারতেও এই নিয়ম চালু হচ্ছে।

গেমিংয়ের উপর বিধিনিষেধ

Latest Videos

তথ্য-প্রযুক্তি মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, গেমিং সংক্রান্ত যে সংগঠন আছে, শুধু তার উপর নির্ভর করার বদলে সরকারই গেমের সময় নির্ধারণ করে দিতে চাইছে। শিশু ও কিশোরদের গেমিংয়ের নেশা দূর করাই সরকারের লক্ষ্য। এই কারণে প্রতিটি গেমের সময় নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার। নীতি নির্ধারণে যাতে সংস্থাগুলির প্রভাব কম থাকে, সেটা নিশ্চিত করতে চাইছে সরকার। গেমিংয়ে সময় নির্দিষ্ট করার পাশাপাশি কত টাকা খরচ করা যাবে সেটাও নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার। গেমিংয়ের নেশা দূর করাই লক্ষ্য। নতুন নিয়ম চালু হলে গেমিং সংস্থাগুলিকে সেগুলি মেনে চলতে হবে। খেলোয়াড়দের বয়স ও খরচের ইতিহাস বিচার করে খেলার সময় এবং খরচের ঊর্ধ্বসীমা ঠিক করতে হবে।

অনলাইন গেমে কর

এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, এবার থেকে অনলাইন গেম খেললে ২৮ শতাংশ কর দিতে হবে। অনলাইন গেমিং সংস্থাগুলি এই কর চাপানোর বিরোধিতা করেছে। কিন্তু তাতে পিছু হটেনি সরকার। উল্টে অনলাইন গেমের উপর আরও বিধিনিষেধ জারি করছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অনলাইন গেম, ক্যাসিনো, রেস খেললে দিতে হবে কর, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Ranbir Kapoor: আইনী জালে রণবীর কাপুর, অনলাইন গেমিং বেটিং কান্ডে অভিনেতাকে তলব করল ইডি

শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে বিক্ষোভ, অনলাইন গেমিং অ্যাপের প্রতিবাদ থামাতে এল পুলিশ

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে প্রশাসনিক বৈঠক মমতার, দেখুন সরাসরি
'জনজাতিদের নিচু করে মমতা আর মোদী মাথায় করে রাখে' পশ্চিম মেদিনীপুরে গিয়ে এ কী বললেন শুভেন্দু?
জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ মন্তব্য করেছিলেন Abhishek, পাল্টা অভিষেকের দিকেই আঙ্গুল তুললেন Soumya Aich Roy
'ওই দুটো মশা-মাছি! রাজীব কুমারকে ঘোল খাইয়ে ওর মা মমতাকে হারিয়েছি' | Suvendu Adhikari | Bangla News
Mid Day Meal-এর গরম গরম ফুলকপির ঝোল আর ভাত খেয়ে কি বললেন রচনা! দেখুন ভিডিও | Rachna Banerjee