Summer Vacation: টানা ৪৬ দিন বন্ধ থাকবে স্কুল, বেড়ে গেল গরমের ছুটি, কবে থেকে খুলবে স্কুল?

Published : May 19, 2025, 12:05 PM IST

Summer Vacation: ক্রমবর্ধমান গরমের প্রকোপে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে বাড়ানো হয়েছে গরমের ছুটি। জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।

PREV
110

ক্রমে বেড়ে চলছে গরমের পারদ। এই গরমের সময় নানান শরীরিক জটিলতা দেখা দিচ্ছে অনেকের শরীরে।

210

বিশেষ করে বাচ্চা এবং বয়স্করা এই গরমে নানান সমস্যায় ভুগে থাকেন। এই গরমের সময় প্রতি বছর সকল স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে।

310

এদিকে প্রতি বছর ক্রমে বেড়ে চলেছে গরম। এই দাবদাহের কথা মাথায় রেখে বাড়ান হল গরমের ছুটি। স্কুল ছুটি নিয়ে জারি হল নয় বিজ্ঞপ্তি।

410

টানা ৪৬ দিন বন্ধ থাকবে স্কুল। বেড়ে গেল গরমের ছুটি। এমনই নির্দেশ জাড়ি হয়েছে সারা দেশ জুড়ে।

510

এবছর জুন নয়, জুলাই মাসে খুলবে স্কুলগুলো। টানা ৪৬ দিন ছুটি পাবে পড়ুয়ারা। এই নির্দেশ মেনে চলছে পশ্চিম বাংলাও।

610

জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত এবার বন্ধ থাকবে স্কুল। স্কুল খুলবে ১৬ তারিখের পর। এমনই নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দফতরের পক্ষ থেকে।

710

বিহার, তামিলনাড়ু, দিল্লি- এনসিআর-র সরকারি ও বেসরকারি উভয় স্কুলেই ১ জুন থেকে ১৬ জুলাই ২০২৫ পর্যন্ত মোট ৪৬ দিন ছুটি থাকবে।

810

মহারাষ্ট্র ও কর্ণাটকের সমস্ত স্কুল ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। তেমনই রাজস্থানে ৩১ মে থেকে ১৫ জুলাই স্কুল বন্ধ থাকবে।

910

বাংলায় ২ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। সব মিলিয়ে এবছর সারা দেশের বিভিন্ন রাজ্যে গরমের ছুটি প্রায় ৪৬ দিনের জন্য পড়তে চলেছে।

1010

সব মিলিয়ে টানা ৪৬ দিন ছুটি পাবে ছাত্রছাত্রী। বাংলার সকল বেসরকারি স্কুলকে এই নিয়ম মানার অনুরোধ করেছে মমতা সরকার।

Read more Photos on
click me!

Recommended Stories