Ajit Power and NCP Update: বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন অজিত পাওয়ার। যারফলে শূন্যতা তৈরি হয়েছে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী পদে। পরবর্তী উপ মুখ্যমন্ত্রী হিসেবে কার নাম উঠে আসছে? বিস্তারিত তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
বিমান দুর্ঘটনায় না ফেরার দেশে এনসিপি দলের নেতা তথা মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। যারফলে অজিতের মৃত্যুতে মহা রাজনীতিতে তৈরি হয়েছে শূন্যতা। তার উত্তরসূরি হিসেবে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসতে চলেছেন? শনিবার দুপুরের পরই আনুষ্ঠানিক ভাবে মিলবে সেই ইঙ্গিত। এমনটাই বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর। কারণ- সূত্রের খবর, শনিবার দুপুরেই ঘোষণা করা হতে পারে মহারাষ্ট্রের পরবর্তী উপ মুখ্যমন্ত্রীর নাম।
25
স্বামীর পদেই বহাল হচ্ছেন স্ত্রী সুনেত্রা?
সূত্রের খবর, প্রয়াত অজিত পাওয়ারের চেয়ারে বসছেন তার স্ত্রী সুনেত্রা পাওয়ার। শনিবার দুপুরেই মুম্বইয়ের রাজভবনে শপথ নিতে পারেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে মহারাষ্ট্রের পরবর্তী উপ মুখ্যমন্ত্রী হতে চলেছেন প্রয়াত অজিতের সহধর্মিণী সুনেত্রা। এই মর্মে দলের তরফে বৈঠকও হয়েছে বলে জানা গিয়েছে।
35
এনসিপির নতুন ওয়ার্কিং প্রেসিডেন্ট কে হবেন?
তবে সুনেত্রা পাওয়ারই নয়। শনিবার এনসিপির নতুন ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন প্রফুল্ল প্যাটেল। এদিকে এনসিপি সূত্রে খবর, অজিত পাওয়ারের গড় বারামতী থেকে সুনেত্রা পাওয়ারকে প্রার্থী করতে। কারণ, এখান থেকেই সাতবার জিতে বিধায়ক হয়েছিলেন অজিত পাওয়ার। ফলে এই কেন্দ্রের সঙ্গে যেমন অজিতের আবেগ জড়িয়ে রয়েছে তেমনই স্বামীর এলাকায় ভোটে দাঁড়ালে সুনেত্রা আলাদাই মার্জিন পেতে পারেন বলে মনে করছে মহারাজনীতির ওয়াকিবহাল মহল। ফলে বারামতী থেকে সুনেত্রাকে বিধায়ক করে আনাই যেন এখন দলের মূল লক্ষ্য।
মহারাজনীতি হোক কিংবা অন্যত্র। যে কোনও আঞ্চলিক দলের ক্ষেত্রেই তার প্রতিষ্ঠাতা বা উত্তরাধিকার থাকাটা জরুরি। আর তা না হলে রাজনীতির ময়দানে দলের অস্তিত্ব টিকিয়ে রাখাটাই জটিল হয়ে যায়। এই অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত অজিত পাওয়ার ছিলেন এনসিপির প্রধান কর্তা। ফলে তার আকস্মিক প্রয়াণে এনসিপি দলের অন্দরে তৈরি হয়েছে শূন্যতা। আর এই শূন্যস্থান পূরণে তড়িঘড়ি অজিত পত্নীকেই বেছে নেওয়া হতে চলেছে মহারাষ্ট্রের পরবর্তী উপ-মুখ্যমন্ত্রী হিসেবে।
55
অজিতের ছেড়ে যাওয়া ময়দানে সুনেত্রা
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ মহারাষ্ট্রের বারামতীর কাছে আচমকা বিমান দুর্ঘটনায় মারা যান এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। শুধু তিনিই নন এছাড়াও বিমানের পাইলট সহ বাকি পাঁচজনই মারা গিয়েছেন ওই দুর্ঘটনায়। তারপর থেকেই একদিকে যেমন অজিতের মৃত্যুতে জাতীয় রাজনীতিতে নেমে এসেছে শোকের ছায়া। তেমনই এনসিপির অন্দরে তৈরি হয়েছে শূন্যতা। আর এবার সেই শূন্যতা পূরণে আসরে নামছেন অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা।