- Home
- West Bengal
- West Bengal News
- সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের কুয়াশার দাপট, মাঘের শেষবেলায় কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের কুয়াশার দাপট, মাঘের শেষবেলায় কেমন থাকবে আবহাওয়া?
WB Winter Forecast Update: মাঘ মাস প্রায় শেষের পথে। সপ্তাহান্তে শীতের অনুভূতি। তবে কী বঙ্গে ফের জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

আজকের আবহাওয়ার আপডেট
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে দক্ষিণবঙ্গের সাত জেলায়। একই চিত্র দেখা যাবে উত্তরবঙ্গেও। শুধু তা-ই নয়, দার্জিলিঙে তুষারপাত কিংবা হালকা বৃষ্টি হতে পারে! হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও।
কলকাতার তাপমাত্রার আপডেট
কলকাতায় ফের সর্বনিম্ন তাপমাত্রা আরও এক ডিগ্রি বাড়ল। শুক্রবার ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল শহরের পারদ। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। উইকেন্ডে শনিবার-রবিবারের মধ্যে সামান্য কমতে পারে তাপমাত্রা। ১-২ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। দিনের বেলায় শীত উধাও। সকালে আর সন্ধ্যায় শীতের হালকা অনুভূতি থাকবে। কলকাতার তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
দক্ষিণবঙ্গে কমছে শীতের আমেজ
সরস্বতী পুজো কাটতে না কাটতেই শুষ্ক আবহাওয়া। আগামী ৭ দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে। শনিবার ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গে। তাপমাত্রা সামান্য বেড়েছে এবং দক্ষিণবঙ্গে শীতের আমেজ আরও কমল।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসতে পারে দু-এক জায়গায়। শনিবার ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যেতেই কুয়াশার দাপট থাকছে। মূলত পরিষ্কার আকাশ। রোদ উঠলেই শীতের আমেজ কমতে শুরু করবে। উত্তরবঙ্গে তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন নেই।
কতটা কমবে তাপমাত্রা?
এদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়ল। রবিবারের মধ্যে সামান্য কমতে পারে তাপমাত্রা, আগামী সপ্তাহে ফের চরবে পারদ। সন্ধ্যা থেকে সকাল শীতের আমেজ একটু কমেছে, বেলা বাড়লে কার্যত শীত উধাও। স্বাভাবিক বা তার উপরে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। আগামী পাঁচ থেকে সাত দিনে তাপমাত্রার ওঠা নামা চলবে। তবে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রার এই ওঠানামা। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

