মুসলিম মহিলাদের জন্য ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট! বিবাহ বিচ্ছেদ হলেই মিলবে এই অধিকার

মুসলিম মহিলাদের জন্য ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট! বিবাহ বিচ্ছেদ হলে মিলবে এই অধিকার

Anulekha Kar | Published : Jul 10, 2024 8:53 AM IST / Updated: Jul 10 2024, 03:30 PM IST

এবার খরপোশ পাবেন মুসলিম মহিলারাও। বড় রায় দিল সুপ্রিম কোর্ট। বিবাহ বিচ্ছেদ হলে মুসলিম মহিলারাও এবার থেকে খোরপোশ পাবেন। বুধবার দেশের শীর্ষ আদালত জানিয়েছে, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের ১২৫ নম্বর ধারা অনুযায়ী বিবাহ বিচ্ছিন্না মুসলিম মহিলারাও স্বামীর থেকে খরপোশ চাইতে পারেন এমনই রায় দিলেন বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ।

বিবাহ বিচ্ছেদের পরে স্বামীর কাছ থেকে খরপোশ না পাওয়ায় আদালতে মামলা দায়ের করেন এক মুসলিম মহিলা। এরপর নিম্ন আদালতে মহিলা জয়ী হন বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহিলার স্বামী। কিন্তু সেই মামলার শুনানিতেও মহিলার পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট।

Latest Videos

খোরপোশের দাবি সমস্ত ধর্মের বিবাহ বিচ্ছিন্না মহিলারাই জানাতে পারে বলে জানিয়েছে শীর্ষ আদালত। এদিন শীর্ষ আদালত জানায়, " মুসলিম মহিলারা বিবাহবিচ্ছেদ অধিকার সংরক্ষণ আইন ১৯৮৬-র সেকুলার আইনের উর্ধ্বে উঠতে পারেন না। সকল বিবাহিত মহিলাই খোরপোশের দাবি করতে পারেন, তা তিনি যে কোনও ধর্মেরই হন না কেন। খোরপোশ কোনও দান-খয়রাত নয়। প্রত্যেক বিবাহিত মহিলার অধিকার।"

এ ছারাও বিচারপতি নাগারত্ন জানান," কোনও কোনও স্বামী এটা বুঝতে পারেন না যে তাঁর স্ত্রী মানসিক ও অন্যান্য দিক থেকে তাঁর উপরে অত্যন্ত নির্ভরশীল। সেক্ষেত্রে ভারতীয় পুরুষদের গৃহবধূদের ভুমিকা ও আত্মত্যাগ স্বীকার করার সময় এসেছে।" 

Share this article
click me!

Latest Videos

সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
'পুলিশ তৃণমূলের কাউকে টাচ করতেই ভয় পায়' কেন! জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP vs TMC |
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati