২৬০০০ স্কুল শিক্ষকের চাকরি কি যাবেই? শুনানির পর রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

Published : Feb 10, 2025, 05:59 PM ISTUpdated : Feb 10, 2025, 06:00 PM IST

সুপ্রিম কোর্টে শুনানি শেষ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। ২৬ হাজার জনের চাকরি বাতিল হবে তা জানতে পারে এখন শুধুই সময়ের অপেক্ষা।

PREV
110
২৬ হাজার চাকরি বাতিল

সুপ্রিম কোর্টে শুনানি শেষ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। ২৬ হাজার জনের চাকরি বাতিল হবে তা জানতে পারে এখন শুধুই সময়ের অপেক্ষা।

210
শুনানি শেষ

২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ সুপ্রিম কোর্টে। তবে সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রেখেছে।

310
সোমবার শুনানি

পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সুপ্রিম কোর্ট ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সব পক্ষের বক্তব্য শুনেছে।

410
সিবিআই-এর বক্তব্য

সিবিআই জানিয়েছে ২৬ হাজার চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখা উচিৎ।

510
স্কুল সার্ভিস কমিশনের মত

স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, ব়়্যাঙ্ক জাম্প বা প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর শিট কারচুপির তথ্য তাদের কাছে সেই।

610
রাজ্য সরকারের বক্তব্য

রাজ্য সরকার জানিয়েছে, এত জন শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে।

710
শুনানির সময়

সোমবার এই মামলার শুনানি শুরু হয় দুপুর ২টোয়। প্রায় ২ ঘণ্টা ধরে চলে শুনানি।

810
সুপ্রিম কোর্টের বক্তব্য

সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য ও অযোগ্যদের বাছা একপ্রকার প্রায় অসম্ভব।

910
শুনানি শেষ

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় টানা দুই ঘণ্টার শুনানির পর রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট।

1010
কলকাতা হাইকোর্টের রায়

হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। তার আগে একই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

click me!

Recommended Stories