রাহুল গান্ধী সমকামী, সম্পর্ক রয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে, চাঞ্চল্যকর দাবি স্বামী চক্রপানির

Published : Jan 03, 2020, 03:12 PM ISTUpdated : Jan 03, 2020, 03:19 PM IST
রাহুল গান্ধী সমকামী, সম্পর্ক রয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে, চাঞ্চল্যকর দাবি স্বামী চক্রপানির

সংক্ষিপ্ত

  কংগ্রেস নেতা রাহুল গান্ধী সমকামী তাঁর সঙ্গে সম্পর্ক রয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার  সনিয়া গান্ধী বিষয়টি নিয়ে খোঁজ নিন বিতর্কিত মন্তব্য অখিল ভারতীয়  হিন্দু মহাসভার প্রধানের  


মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গজসে সমকামী ছিলেন। তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল হিন্দু মহাসভার  প্রাক্তন নেতা ভিডি সাভারকারের। মধ্যপ্রদেশের ভোপালে একটি প্রশিক্ষণ শিবিরে কংগ্রেসের সেবাদলের তরফে বিতরণ করা পুস্তিকায় এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। যাকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক।

আরও পড়ুন : সাভারকরের শারীরিক সম্পর্ক ছিল গডসের সঙ্গে, বিতর্কিত পুস্তিকায় চাঞ্চল্যকর দাবি

সাভারকারের উপরে এই লেখা  নিয়ে তৈরি হওয়া  বিতর্কের মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার বর্তমান প্রধান স্বামী চক্রপানি। দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজে সমকামী। এমনকি শোনা যায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গেও শারীরিক সম্পর্ক রয়েছে রাহুলের।

 

 

স্বামী চক্রপানি বলেন, " শোনা যায় রাহুগান্ধী সমকামী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। সনিয়া গান্ধীর বিষয়টি যাচাই করে দেখা উচিত।" 

আরও পড়ুন : নাগরিকত্ব আইনের পক্ষে জনসমর্থন জোটাতে ১০ দিনের কর্মসূচি, এবার টোল ফ্রি নম্বরের সূচনা করবেন শাহ

সাভারকারকে নিয়ে কংগ্রেস সেবাদলের পুস্তিকায় বিতর্কিত লেখা প্রকাশের পরেই এমন মন্তব্য করেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার বর্তমান প্রধান। যা রাজনীতির ময়দানে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। 

PREV
click me!

Recommended Stories

১৫ ডিসেম্বর শেষ দিন! এই কাজ না করলে গুনতে হবে জরিমানা, বিজ্ঞপ্তি জারি আয়কর বিভাগের
স্বাগত জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী, হায়দরাবাদে মেসির জন্য বাড়তি নিরাপত্তা