Taj Mahal: তাজমহল কী ভেঙে পড়বে? প্রবল বৃষ্টিতে ফুটো হয়ে গেছে মূল গম্বুজ-দেওয়ালে ফাটল

প্রবল বৃষ্টি আর রক্ষণাবেক্ষণের অভাবে বিপর্যস্ত দেশেরসেরা পর্যটন কেন্দ্র তাজমহল। সপ্তম আশ্চার্যের এমন দশা দেখে রীতিমত হতাশ পর্যটকরা- আশঙ্কা পর্যটন শিল্পের সঙ্গে যুক্তদের।

 

Saborni Mitra | Published : Sep 22, 2024 5:17 AM IST

110
ভাঙছে তাজমহল

তাজমহলের দেওয়ালে ফাটল। মেঝে আর পাথরের তৈরি গ্রিলও ভাঙছে। বেহাল দশা বিশ্বের সপ্তম আশ্চার্যের।

210
বৃষ্টিতে বিপর্যয়

টানা বৃষ্টি হচ্ছে উত্তর প্রদেশে। বানভাসি অবস্থা আগ্রার। লাগাতার বৃষ্টিতেই বিপর্যস্ত তাজমহল।

310
বেহাল তাজমহল

টানা বৃষ্টিতে তাজমহলের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। গাছপালা ছাঁটার কাজ করা যাচ্ছে না। দেখতে আর সুন্দর রাখছে মমতাজের স্মৃতিসৌধটি।

410
গম্বুজে ফুটো

গত সপ্তাহে টানা বৃষ্টি হয়েছিল। সেই সময়ই জানা গিয়েছিল তাজমহলের মূল গম্বুজ ফুটো হয়ে গিয়েছে। সেখান দিয়ে নামছে জলের ধারা।

510
আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বক্তব্য

আগ্রা সার্কেলের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি হয়েছে তাজমহলের। তবে এই এলাকার বাকি সৌধগুলিও ক্ষতগ্রস্ত হ্ছে।

610
পরিবেশ দুষণ কারণ

আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কথা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগ আর পরিবেশ দুষণের কারণেই এই সমস্যা। বৃষ্টি, ধুলোর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অন্যতম পর্যটনকেন্দ্রটি।

710
পাখির উৎপাত বেড়েছে

বৃষ্টিতে তাজমহলের গাছপালা ছাঁটা যাচ্ছে না। তাই পাখির উৎপাত বেড়েছে তাজমহলের মূল এলাকায়।

810
গাছকাটা যাচ্ছে না

তাজমহলের দায়িত্বে থাকা এক আধিকারিক জানিয়েছেন, তাজমল চত্ত্বরের সব গাছ ৭-৮ দিনের মধ্যে ছেঁটে ফেলা হয়। কিন্তু প্রবল বৃষ্টির কারণে তা সম্ভব হচ্ছে না। তাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

910
জল নিকাশি ব্যবস্থায় জোর

প্রবল বৃষ্টিতে জল জমছে তাজমহল চত্ত্বরে। তাতেও ক্ষতি হচ্ছে। তাই নিকাশি ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে।

1010
তাজমহলের ইতিকথা

মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন ১৬৫৩ সালে তৈরি হওয়া তাজমহল। আগ্রা তো বটেই সারা ভারতের পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ প্রতীক ইউনেস্কো দ্বারা অনুমোদিত এই পর্যটন ক্ষেত্র। যা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পর্যটকরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos