প্রেমিকার মাথা থেঁতলে খুন করে লাইভ ভিডিয়ো করলেন প্রেমিক, তামিলনাড়ুতে হাড় হিম করা হত্যাকাণ্ড

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে ওই প্রেমিককে হাউহাউ করে কাঁদতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

তামিলনাড়ুতে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের খবরে শিরোনামে উঠে এল ধর্মপুরী জেলা। প্রেমিকার মাথা থেঁতলে তাঁকে খুন করে দিলেন ৪৭ বছর বয়সি এক প্রেমিক। ঘটনার জেরে প্রবলভাবে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। শুধু খুন করাই নয়, খুন করার পর প্রেমিকার দেহ নিজের হাতে তুলে ধরে ওই ব্যক্তি লাইভ ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ার বন্ধুদের উদ্দেশ্যে দেখিয়েওছেন বলে জানিয়েছে পুলিশ।

তবে, খুন এবং তারপর লাইভ ভিডিয়ো করাতেই এই ঘটনার শেষ নয়। ৪৭ বছর বয়সি ওই ব্যক্তি নিজের প্রাক্তন প্রেমিকাকে হত্যা করার পর বুধবার গভীর রাতে নিকটস্থ একটি পাহাড়ের কাছে একটি গাছের সঙ্গে দড়ি বেঁধে আত্মহত্যাও করে ফেলেন ঘটনার কিছুক্ষণের মধ্যেই। তামিলনাড়ুর সীমান্ত লাগোয়া গ্রাম নাগামলে-তে এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটিয়েছেন মুনিরাজু নামের ওই ব্যক্তি। তাঁর হাতে খুন হওয়া প্রাক্তন প্রেমিকার নাম লক্ষ্মী, যাঁর বয়স হয়েছিল ৩৭ বছর।

Latest Videos

ভাইরাল হওয়া একটি ভিডিয়ো পোস্টে দেখা যায়, ৩৭ বছর বয়সি লক্ষ্মী নামের ওই মহিলার মৃতদেহ ধরে হাউহাউ করে কাঁদছেন মুনিরাজু। পুলিশ সূত্রে জানা গেছে, মুনিরাজু এবং লক্ষ্মী, দু’জনেই ওই গ্রামে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। নাগামলে গ্রামে নিজের বাড়ির কাছেই লক্ষ্মীকে খুন করেন মুনিরাজু। বাড়ির পাশ থেকে একটি পাথর তুলে নিয়ে আচমকাই তিনি থেঁতলে দেন লক্ষ্মীর মাথা। কিছুক্ষণের মধ্যেই লক্ষ্মীর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, তামিলনাড়ুর পেননারাম গ্রামে বাস করতেন ওই মহিলা। কয়েক বছর আগেই তিনি নিজের স্বামীকে হারিয়েছেন। এরপর, মুনিরাজুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। কিন্তু, সাত মাস আগে মুনিরাজুকে ছেড়ে অন্য আরেক ব্যক্তিকে বিয়ে করেন লক্ষ্মী। তাঁকে ঠকানো হয়েছে, এই ভেবে প্রচণ্ড ক্ষুব্ধ হন মুনিরাজু। বুধবার লক্ষ্মীর খোঁজ করতে করতে তিনি এমএম হিলসের কাছে ওই গ্রামে আসেন। সেখানেই লক্ষ্মীকে একা পেয়ে তাঁকে খুন করে দেন। চামরাজানগরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনার খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করেছে এবং আরও বিস্তারিত জানার জন্য বিবরণ সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন-

অ্যাডিনোভাইরাসের সঙ্গে মিল রয়েছে কোভিড ভাইরাসের, শিশুদের জন্য আরটি পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করল রাজ্য
শুরু হয়েছে CBSE-র দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, দেশ জুড়ে পরীক্ষা দিচ্ছে ৩৮ লক্ষ ছাত্রছাত্রী
ইউক্রেন-আক্রমণের ১ বছর পূর্ণ, রাশিয়াকে সেনা প্রত্যাহারের দাবি জানালেও রাষ্ট্রপুঞ্জের সেই ভোটে অংশ নিল না ভারত

Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla