রাজেশ গোপীনাথনের স্থানে CEO পদে আসীন হতে চলেছেন কে কৃতীবাসন।
কঠোর পরিশ্রম ছেড়ে নিজের পছন্দের কাজে মন দেওয়া, এটা একই সঙ্গে ভালো লাগা এবং খারাপ লাগার মিশ্র অনুভূতি। এমনই অনুভূতি নিয়ে টাটা গ্রুপ ছাড়ছেন দীর্ঘ দশকের প্রধানতম কর্তা রাজেশ গোপীনাথন। ১৯৮৯ সাল থেকে কোম্পানির দায়িত্ব সামলেছেন তিনি। ৩৪ বছরের কর্মজীবনে তাঁর দ্বারা প্রভূত উপকৃত হয়েছে রতন টাটার সংস্থা। ২০২৩-এ এসে সেই সম্পর্কে বিচ্ছেদ অবশ্যই করুণ।
CEO পদের মেয়াদ শেষ হওয়ার ৪ বছর আগেই কাজ থেকে অব্যাহতি নিচ্ছেন TCS-এর CEO রাজেশ গোপীনাথন। টাটা কনসালটেন্সি সার্ভিসে ডেলিভারি, কাস্টমার রিলেশনশিপ ম্য়ানেজমেন্ট, লার্জ প্রোগ্রাম ম্যানেজমেন্ট, সেলস বিভাগ, বহু দায়িত্বই মনোযোগ দিয়ে সামলেছেন তিনি। এবার নিজের জীবনের ‘অপূর্ণ আগ্রহ’ পূরণের লক্ষ্যে মন দিতে চান প্রাক্তন কর্তা। আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৩ অবধি তিনি সংস্থায় থাকবেন বলে জানানো হয়েছে।
তাঁর বদলে কোম্পানির CEO পদে আসীন হতে চলেছেন ব্যাঙ্কিং, ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্সুরেন্স বিজনেসের বর্তমান আন্তর্জাতিক প্রধান কে কৃতীবাসন। ১৬ মার্চ থেকেই টাটা গ্রুপের সিইও পদে আসীন হচ্ছেন তিনি।
আরও পড়ুন-
টলতে টলতে এসে কলকাতার রাস্তায় পড়ে গেলেন তরতাজা যুবক, রক্তে লাল হয়ে যাওয়া শরীর দেখে হতবাক পুলিশ
‘বাবা সব জানে’ বলেও বাবার মুখোমুখি হতে চাইছেন না সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের মেয়ের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে ইডি?
Mamata Banerjee News: জগন্নাথ দর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়, ২ দিনের ওড়িশা সফরে কি রাজনৈতিক বার্তালাপের সম্ভাবনা?
রাহুর গ্রাসে কি ডুবে যাচ্ছে আপনার ভাগ্য? রাহুর দশায় কী কী ক্ষতি হয়, দোষ কাটাতে গেলে কী করবেন, জেনে নিন এখনই