Tatkal Booking: ১ জুলাই থেকে বিরাট বদল, কীভাবে করবেন তৎকাল বুকিং? শিখে নিন নয়া পদ্ধতি

Published : Jun 17, 2025, 11:04 AM IST

Tatkal Booking: ১ জুলাই থেকে তৎকাল টিকিট বুকিং-এ বড়সড় বদল। আধার ই-অথেন্টিকেশন বাধ্যতামূলক। ১৫ জুলাই থেকে ওটিপি ভেরিফিকেশনও যুক্ত হচ্ছে।

PREV
110

হঠাৎ করে কোনও স্থানে যাওয়ার দরকার পড়ে অনেকেরই। তা সে অফিসের কাজে হোক বা পারিবারিক কোনও কাজে। এক্ষেত্রে ভরসা তৎকাল টিকিট।

210

কিন্তু, তৎকাল টিকিট নিয়ে অভিযোগের শেষ ছিল না এতদিন। সার্ভারের সমস্যা, টিকিটের অমিল- থেকে শুরু করে হত নানান সমস্যা চলত এতদিন।

310

১ জুলাই থেকে বদল হচ্ছে নিয়ম। এবার থেকে আধার ই-অথেন্টিকেশন করে তবেই বুক করতে হবে টিকিট। জালিয়াতি রুখতে বুকিং প্রক্রিয়ায় স্বাচ্ছাতা আনতেই এই সিদ্ধান্ত।

410

১ জুলাই থেকে যেমন আধার ই অথেন্টিকেশন শুরু হবে, এরপরে ১৫ জুলাই থেকে ওটিপি ভেরিফিকেশন প্রক্রিয়ার শুরু হবে।

510

আধার নম্বর ভেরিফাই করলে, রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি বসালে তবেই টিকিট বুক হবে।

610

প্রথমে আইআরসিটিসি-র ওয়েবসাইট www.irctc.com.in-এ গিয়ে লগ ইন করতে হবে। এরপর আধার নম্বর লিঙ্ক করতে হবে।

710

অথেনটিকেশন বা যাচাই প্রক্রিয়া হয়ে গেলে বুক টিকিট অপশনে ক্লিক করতে হবে। বুকিং চাইপে তৎকাল অপশনে ক্লিক করুন।

810

এবার কোথা থেকে কোথায় যেতে চান, কোন ক্লাসে যেতে যান এই তথ্যগুলো দিন। শেষ ধাপে নাম, বয়স, যোগাযোগের নম্বর ও পরিচয়পত্র সাবমিট করার পর কোন সিট চান তা বেছে নিন।

910

১৫ জুলাই থেকে বুকিং আরও একটি ধাপ যোগ হবে। আধার কার্ডের সঙ্গে লিভ্ক করা ফোন নম্বরে ওটিপি আসবে।

1010

ওটিপি দেওয়ার পর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।

Read more Photos on
click me!

Recommended Stories