১ জুলাই থেকে যেমন আধার ই অথেন্টিকেশন শুরু হবে, এরপরে ১৫ জুলাই থেকে ওটিপি ভেরিফিকেশন প্রক্রিয়ার শুরু হবে।
510
আধার নম্বর ভেরিফাই করলে, রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি বসালে তবেই টিকিট বুক হবে।
610
প্রথমে আইআরসিটিসি-র ওয়েবসাইট www.irctc.com.in-এ গিয়ে লগ ইন করতে হবে। এরপর আধার নম্বর লিঙ্ক করতে হবে।
710
অথেনটিকেশন বা যাচাই প্রক্রিয়া হয়ে গেলে বুক টিকিট অপশনে ক্লিক করতে হবে। বুকিং চাইপে তৎকাল অপশনে ক্লিক করুন।
810
এবার কোথা থেকে কোথায় যেতে চান, কোন ক্লাসে যেতে যান এই তথ্যগুলো দিন। শেষ ধাপে নাম, বয়স, যোগাযোগের নম্বর ও পরিচয়পত্র সাবমিট করার পর কোন সিট চান তা বেছে নিন।
910
১৫ জুলাই থেকে বুকিং আরও একটি ধাপ যোগ হবে। আধার কার্ডের সঙ্গে লিভ্ক করা ফোন নম্বরে ওটিপি আসবে।
1010
ওটিপি দেওয়ার পর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।