IRCTC Ticket Booking: আইআরসিটিসি-র টিকিট বুকিং নিয়মে বড় বদল আসছে ১ জুলাই থেকে?
ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য নতুন নিয়ম চালু করেছে। অ্যাকাউন্টে আধার যাচাইকরণ না থাকলে, ১ জুলাই থেকে তৎকাল টিকিট বুক করা সম্ভব হবে না। এর বিস্তারিত তথ্য এখানে জেনে নিন।
15

Image Credit : social media
জুলাই ১ থেকে তৎকাল টিকিটের জন্য আধার বাধ্যতামূলক
আধারের সাথে লিঙ্ক না করা আইআরসিটিসি অ্যাকাউন্ট দিয়ে তৎকাল টিকিট বুক করা এখন সম্ভব নয়। রেল যাত্রীদের পরিচয় নিশ্চিত করার জন্য এই নতুন পরিবর্তন আনা হয়েছে। ১৫ জুলাই থেকে আধার ওটিপি যাচাইকরণও বাধ্যতামূলক করা হবে।
25
Image Credit : Getty
এজেন্টদের উপর সীমাবদ্ধতা
তৎকাল বুকিং শুরু হওয়ার সাথে সাথে এজেন্টরা যাতে টিকিট বুক করতে না পারে, সেজন্য প্রথম ৩০ মিনিট পর্যন্ত এজেন্টদের জন্য বুকিং নিষিদ্ধ থাকবে। সাধারণ যাত্রীদের প্রথম অগ্রাধিকার দেওয়া হবে।
35
Image Credit : Asianet News
আধার লিঙ্ক করলে বুকিংয়ে অগ্রাধিকার
আধারের সাথে লিঙ্ক করা অ্যাকাউন্টগুলোর তৎকাল বুকিংয়ে অগ্রাধিকার থাকবে। বর্তমানে আধার লিঙ্ক করা অ্যাকাউন্ট এক মাসে ২৪ টি টিকিট বুক করতে পারে।
45
Image Credit : Asianet News
টিকিট বুকিং এত দ্রুত কিভাবে হচ্ছে?
২৪ মে থেকে ২ জুন এর মধ্যে ১.০৮ লক্ষ এসি টিকিটের ৬২.৫% টিকিট প্রথম ১০ মিনিটেই বুক হয়ে গেছে।
55
Image Credit : Gemini AI
তৎকাল টিকিট কি?
অস্থায়ীভাবে ভ্রমণকারীদের জন্য বিশেষ কোটা হল তৎকাল। এটি ভ্রমণের আগের দিনই বুক করতে হয়।
Latest Videos

