'সন্ত্রাসবাদের থেকেও সন্ত্রাসবাদের জন্য অর্থ সাহায্য বিপজ্জনক', পাকিস্তানকে নিশানা করে বললেন অমিত শাহ

সন্ত্রাসবাদ বিরোধী বৈঠকে মোদীর সুর সুর মিলিয়ে পাকিস্তানকে নিশানা আমিত শাহের। বললেন সন্ত্রাসবাদের জন্য অর্থ সাহায্য সন্ত্রাসবাদের থেকেও বিপজ্জনক।

সন্ত্রাসবাদে অর্থ সাহায্য নিয়ে কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি বলেন সন্ত্রাসবাদে অর্থ সাহায্য সন্ত্রাসবাদে থেকেই বেশি বিপজ্জনক। এটি সাধারণ মানুষের কাছে একটি হুমকির সামনি। আর এই হুমকির সঙ্গে কোনও জাতি বা ধর্ম গোষ্ঠী যুক্ত হতে পারে না। এই কাজ কারও সমর্থন করা উচিৎ নয়। এই কাজের কোনও জাতীয়তাবাদী যোগ থাকতে পারে না বলেও দাবি করেন তিনি। নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ বিরোধী বৈঠকে যোগ দিয় সন্ত্রাসবাদ নিয়ে রীতিমত চড়া সুরেই কথা বলেন অমিতশাহ।

অমিত শাহ আরও বলেন, সন্ত্রাসবাদীরা ক্রমাগত সন্ত্রাস আর হিংসা চালানোর জন্য নতুন নতুন পথ খুঁজে বের করে। বর্তমানে যুবকদের মৌলবি করা হচ্ছে এই কাজে ব্যবহার করার জন্য। বাড়ান হচ্ছে আর্থিক সংস্থান। সন্ত্রাসবাদীরে মৌলবাদী বিষয়বস্তু ছড়ি দিতে নিজেদের পরিচয় গোপন রাখতে নানা কৌশল নিচ্ছে। আর সেই কারণে নিজেরা আত্মগোপন করে থাকে।

Latest Videos

অমিত শাহ বলেন, সন্ত্রাসবাদি নিঃসন্দেহে বিশ্বব্যাপী শান্তি নষ্ট করা আর নিরাপত্তার জন্য একটি হুমকি। আর সেই কারণে সন্ত্রাসবাদের তুলনায় সন্ত্রাসবাদে আর্থিক সাহায্য আরও বিশে বিপজ্জনক বলেও তিনি মনে করেন- এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি আরও বলেন, এধরনের অর্থ থেকেই সন্ত্রাসবাদের উপায় ও পদ্ধতি লালিত হয়।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন সন্ত্রাসবাদে অর্থ সাহায্য যে কোনও দেশের অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করে দেয়। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের হুমকিকে কোনো ধর্ম, জাতীয়তা বা গোষ্ঠীর সাথে যুক্ত করা যাবে না এবং করা উচিত নয়। সন্ত্রাসবাদের মোকাবিলা করার জন্য দেশের নিরাপত্তা পরিকাঠামো বাড়ান হয়েছে। আইনি ও অর্থনৈতিক ব্যবস্থাকেও শক্তিশালী করা হয়েছে। সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদের জন্য অর্থ সাহায্য বিরোধী একটি বৈঠকের উদ্যোক্তা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর মত তিনিও সন্ত্রাসবাদ নিয়ে চড়া সুরে আক্রমণ করেন পাকিস্তানকে। তিনি বলেন, এমন দেশ রয়েছে যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সম্মিলিত লড়াই আর সংকল্পকে দুর্বল করে দিতে চায়। পাকিস্থানের নাম না করে অমিত শাহ বলেন, তিনি বারবার লক্ষ্য করেছেন, একটি দেশ সন্ত্রাসবাদীদের রক্ষা করে আশ্রয়দেয়। সন্ত্রাসবাদের জন্য তাদের উৎসাহিত করে।

এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের তীব্র সমালোচনা করেন। কড়া ভাষায় ধিক্কার জানান। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের কালো মুখ ভারত দেখেছে। জঙ্গি হানায় অকালেই ঝরে গেছে বহু মূল্যবান জীবন। কিন্তু তারপরেও ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'নো মনি ফর টেরর' নামে মন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে বক্তৃতা দেন। সেখানেই তিনি বলেন সন্ত্রাসবাদ নিয়ে জরো টলারেন্স নীতির কথা বলেন।

আরও পড়ুনঃ

সন্ত্রাসবাদ বিরোধী বৈঠকে নাম না করে পাকিস্তানকে নিশানা মোদীর, জঙ্গি হানা উন্নয়নের পথে বাধা বললেন প্রধানমন্ত্রী

সফল উৎক্ষেপণ দেশের তৈরি প্রথম বেসরিকারি রকেট vikram-s-এর, ইতিহাস তৈরি করল ভারত

সাভারকারের অপমান সহ্য করা হবে না', বিজেপির তীব্র সমালোচনার পর FIR দায়ের কংগ্রেস নেতার বিরুদ্ধে

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News