ঘন কুয়াশায় মুড়ে দিন শুরু হল রাজধানীর, খারাপ আবহাওয়া জন্য বিপর্যস্ত বিমান ও রেল পরিষেবা

  • ঘন কুয়াশার চাদরে গোটা উত্তর ভারত
  • ধোঁয়াশার কারণে কমেছে  রাজধানীর দৃশ্যমানতা
  • কুয়াশার জেরে বিপর্যস্ত বিমান পরিষেবা
  • দেরিতে চলছে একাধিক ট্রেন

Asianet News Bangla | Published : Jan 22, 2020 4:14 AM IST / Updated: Jan 22 2020, 11:14 AM IST

চলতি বছর জাঁকিয়ে শীত পড়েছে রাজধানী দিল্লিতে। গত ডিসেম্বর মাস জুড়ে চলেছে শৈত্যপ্রবাহ। চিত্রটা বদলালো না জানুয়ারির শেষ দিকে এসেও। এদিনও ঘন কুয়াশার চাদরে ঢেকে দিন শুরু হল ভারতের রাজধানীর।

আরও পড়ুন: শহরে আরও খানিকটা নামল পারদ, সপ্তাহন্তে ফের জমিয়ে শীত বঙ্গে

বুধবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কদিন তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবেল বলেই পূর্বাভাস দিচ্ছে মৌসম ভবন। এদিকে ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে বিমান পরিষেবা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দের ৫টি বিমানের সময়সীমা পরিবর্তন করতে হয়েছে। স্পাইস জেট, ভিস্তেরার মত একাধিক বিমান সংস্থা খারাপ আবাহওয়া করাণে নির্দিষ্ট সময়ে বিমান ছাড়তে না পারার কথা জিনেদের ট্যুইটারে জানিয়েছে।

 

 

বিমান পরিষেবার মত বিপর্যস্ত রাজধানীর রেল পরিষেবাও। ২২টি ট্রেন নির্দিষ্ট সময়ের অনেক দেরিতে চলছে বলে উত্তর রেল সূত্রে জানান হয়েছে। ঘন কুয়াশার কারণে কমে গিয়েছে রাজধানীর দৃশ্যমানতা। 

 

চলিত শীতের মরশুমে ঠান্ডায় ওষ্ঠাগত দিল্লিবাসী। ১৯৯৭ সালের পর এত ঠান্ডা পড়েছে রাজধানী জুড়ে। এদিকে দিল্লির মতই সংলগ্ন পঞ্জাব, উত্তর রাজস্থান, হরিয়ানা, উত্তর উত্তরপ্রদেশ  এবং বিহারও এদিন ঘন কুয়াশার চাদকে ঠাকা পড়েছে। 

আরও পড়ুন: পাশে বসে ইমরান, ভারতের অস্বস্তি বাড়িয়ে কাশ্মীর নিয়ে ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

এরমধ্যে পশ্চিমি ঝঞ্ঝার জেরে তুষারপাত হচ্ছে জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডের পার্বত্য এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরপ্রদেশে। 

Share this article
click me!