গাঁটছড়া বাধতে চলেছেন দেশের সর্বকনিষ্ঠ মেয়র ও বাম বিধায়ক

SFI- করার সময় বা যুগ বলাই ভালো, তখন থেকেই দুজনের বন্ধুত্ব। এক মাস পরেই বিয়ে হবে দুজনের। আর্য হলেন তিরুবনন্তপুরমের সর্বকনিষ্ঠ মেয়র। তিনি ত্রিবান্দ্রমের অল সেন্টস কলেজের ছাত্র ছিলেন। আর্য রাজেন্দ্রন, একজন ইলেকট্রিশিয়ান এবং LIC এজেন্ট শ্রীলতার মেয়ে।
 

তিরুবনন্তপুরমের মেয়র আর্য রাজেন্দ্রন এবং কোঝিকোডের বিধায়ক শচীন দেব বিধায়ক বিয়ে করছেন। বিয়ের তারিখ ঘোষণা করা হয়নি। কিন্তু দুই পরিবার বিয়েতে রাজি হয়। এসএফআই- করার সময় বা যুগ বলাই ভালো, তখন থেকেই দুজনের বন্ধুত্ব। এক মাস পরেই বিয়ে হবে দুজনের। আর্য হলেন তিরুবনন্তপুরমের সর্বকনিষ্ঠ মেয়র। তিনি ত্রিবান্দ্রমের অল সেন্টস কলেজের ছাত্র ছিলেন। আর্য রাজেন্দ্রন, একজন ইলেকট্রিশিয়ান এবং LIC এজেন্ট শ্রীলতার মেয়ে।

অন্যদিকে শচীন, যিনি গত বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি এসএফআই-এর রাজ্য সম্পাদক ছিলেন। শচীনদেব কোঝিকোড়ের নেলিকোডের বাসিন্দা। এসএফআই সর্বভারতীয় যুগ্ম সম্পাদক শচীন সিপিএম কোঝিকোড় জেলা কমিটির সদস্য। তিনি কলা ও বিজ্ঞান কলেজের চেয়ারম্যান ছিলেন। একজন আইন স্নাতক। শচীন দেব যখন বালুসেরিতে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তখন আর্য রাজেন্দ্রন তারকা প্রচারক হিসেবে এসেছিলেন। টেন্ডুলকার ১৫তম বিধানসভার সর্বকনিষ্ঠ সদস্য।


সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে শচীন বালুশেরি কেন্দ্র থেকে নির্বাচনে জিতেছেন। বালুচেরি এমন একটি নির্বাচনী এলাকা যেখানে বামেদের ভালো প্রভাব রয়েছে। এখানে জয় নিশ্চিত ছিল শচীন দেবের। ফিল্ম তারকা ধর্মজান বলগাট্টি কংগ্রেস প্রার্থী হয়েছিলেন তখন বালুচেরির নির্বাচনের ফলাফল খুব লক্ষণীয় ছিল।

আরও পড়ুন- মমতার পথেই হাঁটলেন অখিলেশ, বিজেপি বিরোধী জোট নিয়ে জরুরি বার্তা সপা প্রধানের

আরও পড়ুন- কংগ্রেসকে দরকার নেই, উত্তরপ্রদেশে একাই বিজেপিকে সাফ করবে সপা-আত্মবিশ্বাসী

আরও পড়ুন- হিন্দু মুসলিম বিভেদ ছাড়া যোগী আর কিছু বোঝেন না, এশিয়ানেট নিউজে বিস্ফোরক অখিলেশ

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral