এবার গরমের ঠেলা সামলাতে এল এসি হেলমেট! এবার স্বস্তির নিশ্বাস ফেলবেন ট্রাফিক পুলিশরা

Published : Apr 28, 2024, 12:29 PM IST
This time the AC helmet came to handle the heat Traffic cops will breathe a sigh of relief

সংক্ষিপ্ত

এবার গরমের ঠেলা সামলাতে এল এসি হেলমেট!

দেশ জুড়ে চলছে প্রবল তাপপ্রবাহ। দেশের বিভিন্ন প্রান্তের তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। পশ্চিমবঙ্গেও তাপপ্রবাহের জন্য় অস্থির হয়েছে পরিস্থিতি, কোথাও কোথাও তাপমাত্রা ৪৪ ডিগ্রিও ছড়িয়েছে। এর মধ্যে যারা রোদের মধ্যে বেরিয়ে কাজ করেন তাদের পরিস্থিতি আরও ভয়াবহ।

আবার অনেকেই আছেন যাদের রোদের মধ্যেও হেলমেট পরে কাজ করতে হয় । যেমন ট্রাফিক পুলিশ, বা বাইক বা স্কুটি নিয়ে যারা যাতায়াত করেন তারা। এবার তাদের জন্য এসেছে এসি হেলমেট। এবার এই আবহাওয়ার কথা মাথায় রেখে গুজরাতের ইন্ডিয়ান ইন্সটিউট অফ ম্যানেজমেন্টের ছাত্রের তৈরি করেছেন শীতাতপ নিয়ন্ত্রিত হেলমেট। ভাদোদরা ট্রাফিক পুলিশের জন্য এই ধরনের হেলমেট তৈরি করা হয়েছে। ব্যাটারিচালিত এই হেলমেটগুলি রোদের প্রখর তাপেও স্বস্তি দেবেৃ ট্রাফিক পুলিশদের। আপাতত ৪৫০ জন পুলিশকর্মীদের এই ধরনের হেলমেট দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

কবে ঠিক হবে IndiGoর বিমান পরিষেবা? একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিমান সংস্থাটি
মহিলা আর প্রবীণ রেলযাত্রীদের জন্য বরাদ্দ লোয়ার বার্থ, সুখবর দিলেন রেলমন্ত্রী