এবার গরমের ঠেলা সামলাতে এল এসি হেলমেট! এবার স্বস্তির নিশ্বাস ফেলবেন ট্রাফিক পুলিশরা

সংক্ষিপ্ত

এবার গরমের ঠেলা সামলাতে এল এসি হেলমেট!

দেশ জুড়ে চলছে প্রবল তাপপ্রবাহ। দেশের বিভিন্ন প্রান্তের তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। পশ্চিমবঙ্গেও তাপপ্রবাহের জন্য় অস্থির হয়েছে পরিস্থিতি, কোথাও কোথাও তাপমাত্রা ৪৪ ডিগ্রিও ছড়িয়েছে। এর মধ্যে যারা রোদের মধ্যে বেরিয়ে কাজ করেন তাদের পরিস্থিতি আরও ভয়াবহ।

আবার অনেকেই আছেন যাদের রোদের মধ্যেও হেলমেট পরে কাজ করতে হয় । যেমন ট্রাফিক পুলিশ, বা বাইক বা স্কুটি নিয়ে যারা যাতায়াত করেন তারা। এবার তাদের জন্য এসেছে এসি হেলমেট। এবার এই আবহাওয়ার কথা মাথায় রেখে গুজরাতের ইন্ডিয়ান ইন্সটিউট অফ ম্যানেজমেন্টের ছাত্রের তৈরি করেছেন শীতাতপ নিয়ন্ত্রিত হেলমেট। ভাদোদরা ট্রাফিক পুলিশের জন্য এই ধরনের হেলমেট তৈরি করা হয়েছে। ব্যাটারিচালিত এই হেলমেটগুলি রোদের প্রখর তাপেও স্বস্তি দেবেৃ ট্রাফিক পুলিশদের। আপাতত ৪৫০ জন পুলিশকর্মীদের এই ধরনের হেলমেট দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

‘হিন্দুরা রাম নবমীতে নিজেদের তাকত দেখিয়েছে! আর মমতার ৫০০ টাকায় বিক্রি হবে না1’ হুঙ্কার শুভেন্দুর
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাম পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেখুন কী বলছেন শিক্ষাবিদ মাসুম আখতার