ডাল লেকের হাউসবোটে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু তিন বাংলাদেশী পর্যটকের

Published : Nov 11, 2023, 05:12 PM ISTUpdated : Nov 11, 2023, 06:32 PM IST
Three Bangladeshi tourists died in a houseboat fire in Srinagar s Dal lake bsm

সংক্ষিপ্ত

অগ্নিকাণ্ডের কারণে পুড়ে যায় সাফিনা হাউসবোট। সেখানেই উঠেছিলেন তিন বাংলাদেশী নাগরিক। পুলিশ জানিয়েছে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুন লাগে। 

ছুটি কাটাতে ভারতে এসে মর্মান্তিক পরিণতি তিন বাংলাদেশী পর্যটকের। শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লেগে যায়। সেখানেই তিন পর্যটক আগুনে পুড়ে মারা যায় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শনিবার সকালেই ডাল লেকের মূল আকর্ষণ ডাল লেকে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কয়েকটি হাউসবোট পুড়ে ছাই হয়ে যায়। সেখান থেকেই উদ্ধার হয়েছে তিনটি মৃতদেহ।

অগ্নিকাণ্ডের কারণে পুড়ে যায় সাফিনা হাউসবোট। সেখানেই উঠেছিলেন তিন বাংলাদেশী নাগরিক। পুলিশ জানিয়েছে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুন লাগে। যা দ্রুত ছড়িয়ে পড়ে পাশে থাকে অন্য হাউসবোটগুলি। সেগুলিই পুড়ে যায়। এই ঘটনায় পাঁচটি হাউসবোট পুরোপুরি ভষ্মীভূত হয়ে গেছে। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

সবিস্তারে আসছে...

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!