কাশ্মীরের পুলওয়ামায় সেনার অভিযান, এনকাউন্টারে নিকেশ হল ৩ জঙ্গি

Published : Feb 19, 2020, 08:30 AM ISTUpdated : Feb 19, 2020, 08:51 PM IST
কাশ্মীরের পুলওয়ামায় সেনার অভিযান, এনকাউন্টারে নিকেশ হল ৩ জঙ্গি

সংক্ষিপ্ত

  কাশ্মীরের ত্রাল এলাকায় সেনার যৌথ অভিযান গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান হয় অভিযানের সঙ্গী ছিল সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশও সেনার এনকাউন্টারে খতম ৩ সন্ত্রাসবাদী

সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে খতম হল ৩ জঙ্গি। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় এই অভিযান চালান হয়। দিবার গ্রামে লুকিয়ে ছিল ওই জঙ্গিদের দল। সেনার এনকাউন্টারে তাদের খতম করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: বিয়ের আসরে কাঁদছিল কনে, নেচে নববধূর ঠোঁটে হাসি ফোটালেন দুলহেরাজা, ভাইরাল হল ভিডিও

গোপন সূত্রে খবর পেয়ে অবন্তীপোরার ওই গ্রামে অভিযান চালিয়েছিল সেনা। জঙ্গিরা ওখানে রয়েছে বুঝতে পেরে চারপাশ থেকে এলাকাটি ঘিরে ফেলা হয়। জঙ্গিদের পালানোর পথ সবরকম ভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপরেই এনকাউন্টার শুরু করে সেনা। সেনার গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জঙ্গির। 

আরও পড়ুন: অফিসের ভিতরে কর্মীদের সঙ্গে জমিয়ে নাচছেন সুন্দরী সিইও, ভাইরাল হল ভিডিও

জানা গিয়েছে গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল ওই জঙ্গিরা। মৃত তিন জঙ্গিরই পরিচয় জানা গেছে।  তাদের নাম জাঙ্গির রফিক ওয়ানি, রাজা উমর মকবুল ভাট এবং উজায়ার আমিন ভাট। জঙ্গিদের পরনে ছিল 'আনসার গাজা উল হিন্দ' জঙ্গিগোষ্ঠীর নাম লেখা পোশাক। 

এই অভিযান সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানান হয়নি সেনার পক্ষ থেকে। তবে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। 

PREV
click me!

Recommended Stories

বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের
বন্দে মাতরম সম্পাদনা কি দেশভাগের কারণ? অমিত শাহের মন্তব্যে তোলপাড়