মোদীই 'মুখ্য বিচ্ছিন্নতাবাদী'! 'টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ নিয়ে তোলপাড় বিশ্বে।

  • এই প্রথমবার পৃথিবীর অন্যতম জনপ্রিয় এই পত্রিকা নরেন্দ্র মোদীর বিষয়ে আলোচনা করছে এমনটা নয়।
  • ২০১২ সালেও একটি প্রতিবেদনে তাঁকে তুলোধনা করেছিল এই ম্যাগাজিন।
  • ২০১৫ সালেও ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে টাইম ম্যাগাজিন। 
arka deb | Published : May 10, 2019 8:02 AM IST

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় পত্রিকা টাইম ম্যাগাজিন তোপ দাগল। নিশানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক প্রচ্ছদে উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রীর মুখ। তারই সঙ্গে রাখা রয়েছে একটি উল্লেখযোগ্য শিরোলেখ। সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে  'ডিভাইডার ইন চিফ' (মুখ্য বিচ্ছিনতাবাদী) আখ্যা দেওয়া হয়েছে।  সংখ্যাটির প্রচ্ছদকাহিনির শিরোনাম- 'বিশ্বের বৃহত্তম গণতন্ত্র কি নরেন্দ্র মোদীর অধীনস্তই থাকবে আগামী পাঁচ বছর?' লেখক অতীশ তাসিরের স্পষ্ট তর্ক, হিন্দুত্ববাদের রাজনীতি ভারতবর্ষকে নিয়ে যাচ্ছে।

Latest Videos

এই প্রতিবেদনে জহরলাল নেহেরুর ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারণার সঙ্গে ভারতের বর্তমান অবস্থার তুলনা করা হয়েছে। লেখকের দাবি, 'হিন্দু মুসলিম সৌভ্রাতৃত্বের বাতাবরণ রক্ষার কোনও সদিচ্ছাই বর্তমান সরকারের নেই।' শুধু তাই নয় টেনে আনা হয়েছে গুজরাট দাঙ্গার প্রসঙ্গও। খুব সহজ ভাবে বললে প্রতিবেদকের দাবি, বর্তমান ভারতে হিন্দু মুসলিমের সম্পর্ক বৈরিতার। তার প্রধান কারণ দেশের প্রধানমন্ত্রী হিন্দুত্ববাদী। 
 

প্রসঙ্গত এই প্রথমবার পৃথিবীর অন্যতম জনপ্রিয় এই পত্রিকা নরেন্দ্র মোদীর বিষয়ে আলোচনা করছে এমনটা কিন্তু নয়। ২০১২ সালেও একটি প্রতিবেদনে তাঁকে সবচেয়ে বিতর্কিত রাজনীতিবিদ বলে দাবি করা হয়েছিল। ২০১৪ সালে জনতার ভোটে ক্ষমতার শীর্ষে আরোহণ করেছিলেন তিনি।  ২০১৫ সালে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদকাহিনিও ছিল তাঁকে নিয়েই। ফের ভোটের দামামা বেজে চলেছে ভারতে। সাত দফা ভোটের ফল বের হবে ২৩ মে। মোদীর বিষয়ে টাইম ম্যাগাজিনের পর্যবেক্ষণ কতটা ঠিক কতটা ভুল তার উত্তর দেবে ব্যালট বক্স থুড়ি ইভিএম।

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও