শাহরুখের সংলাপে সংসদ কাঁপালেন অভিষেক! স্পিকার ওম বিড়লার সঙ্গে তর্কে জড়িয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ তৃণমূল সাংসদের

‘সিট বেল্ট বেঁধে নিন, আবহাওয়া খারাপ হতে চলেছে’। বাদশা শাহরুখ খানের সিনেমা পাঠানের সংলাপে সংসদ কাঁপালেন তৃণমূল সাংসদ। বাজেট নিয়ে ভরা সংসদে প্রধানমন্ত্রী সহ বিজেপিকে এইভাবেই তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Parna Sengupta | Published : Jul 24, 2024 2:45 PM IST

তৃতীয় মোদী সরকারের জমানায় ২৩ তারিখ প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মঙ্গলবার সংসদে পেশ করা বাজেট নিয়ে এনডিএ জোট সরকারের বিরুদ্ধে একজোট হয়ে আওয়াজ তুলেছে বিরোধীরা। বাজেট থেকে শূন্য হাতে ফিরে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। একই দলের বিরোধী ইন্ডিয়া জোটও আওয়াজ তুলেছে। এরপরই বুধবার সংসদে সেই বাজেট নিয়ে মোদী ৩.০ সরকারকে ঝাঁঝালো আক্রমণ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

‘সিট বেল্ট বেঁধে নিন, আবহাওয়া খারাপ হতে চলেছে’। বাদশা শাহরুখ খানের সিনেমা পাঠানের সংলাপে সংসদ কাঁপালেন তৃণমূল সাংসদ। বাজেট নিয়ে ভরা সংসদে প্রধানমন্ত্রী সহ বিজেপিকে এইভাবেই তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Latest Videos

বাংলার ‘বঞ্চনা’ নিয়েও এদিন আওয়াজ তুলে দেখা যায় অভিষেককে। জোর গলায় তৃণমূল সাংসদ বলেন, ‘গত এক দশক ধরে বাংলা বিরোধী অবস্থান নিয়েছে কেন্দ্র। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলার কণ্ঠস্বর রোধ করেছে বিজেপি। বাংলার সংস্কৃতিকে অপমান করেছে ওরা। গরিব মানুষদের বঞ্চিত করেছে।’ ‘বাংলাকে কত টাকা দিয়েছেন’ এই নিয়ে নির্মলা সীতারমনকে শ্বেতপত্র প্রকাশ করার ওপেন চ্যালেঞ্জও ছুড়ে দেন তৃণমূল সেনাপতি।

অভিষেকের কথায়, ‘এই বাজেট দিশাহীন। কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছে মোদী সরকার’। গতকালের পর এদিনও বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য টেনে কেন্দ্রকে নিশানা করেন অভিষেক। তার কথায়, ‘প্রান্তিক মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। সব কা সাথ, সব কা বিকাশ নয়। আগেই তো জো হামারে সাথ হাম উনকে সাথ বলে তো স্বীকার করে নিয়েছেন বিরোধী দলনেতা। এবার সেকথাই প্রমাণ করে দিয়েছেন ব্যর্থ অর্থমন্ত্রী।’

নারী নির্যাতন থেকে রেল দুর্ঘটনা, কেন্দ্রীয় বাজেটের জবাবী ভাষণে প্রত্যেক ইস্যু তুলে সরকারকে নিশানা করেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা দেশের মধ্যে কেবল অন্ধ্র ও বিহারকে সাহায্য কেন’? কেন্দ্রকে নিশানা অভিষেকের। নিজের বক্তৃতার সময়ে এদিন সরকার পক্ষের সঙ্গে তুমুল বাদানুবাদেও জড়িয়ে পড়েন নেতা। যদিও পরে পরিস্থিতি সামলে নেন স্পিকার ওম বিড়লা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

চাঞ্চল্যকর তথ্য! ৪০ হাজার টাকা ধার নিয়েছিল...ধৃত রাহুলের বিস্ফোরক মন্তব্য! Today Krishnanagar News
৮ কোটি টাকার কাজেও এত ক্ষোভ! বাঁধ পরিদর্শনে এসে মহিলাদের বিক্ষোভের তোপে জেরবার উন্নয়ন মন্ত্রী! দেখুন
Krishnanagar Latest Update : কৃষ্ণনগর হাড়হিম করা ঘটনার সঙ্গে কতজন জড়িত! জানিয়ে দিলেন ডিজি দক্ষিণবঙ্গ
Bangladesh-এর জালে Kakdwip-এর দুটি মৎস্যজীবী ট্রলার! ফিরবেন তো মৎস্যজীবীরা? | South 24 Parganas News
কৃষ্ণনগরের ঘটনায় বড় পদক্ষেপের ঘোষণা কংগ্রেসের, দেখুন কী বললেন কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার