তৈরি হচ্ছে রেলে চাকরির সুযোগ! ৩৯ হাজার শূন্যপদে নিয়োগের ঘোষণা রেলমন্ত্রীর

Published : Jul 24, 2024, 03:32 PM IST
rail budget

সংক্ষিপ্ত

এবার কেন্দ্রীয় বাজেটে রেল মন্ত্রকের জন্য ঐতিহাসিক অর্থ বরাদ্দ করা হয়েছে। বাজেটে রেলওয়ে পেয়েছে ২ লাখ ৬২ কোটি টাকা। অন্যদিকে বাজেট নিয়ে হতাশ সাধারণ যাত্রীরা।

কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের ৩.০ বাজেট পেশ করা হয়েছে। এই বাজেট ভারতীয় রেলের জন্য সুখবর নিয়ে এসেছে। এরইসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাধারণ যাত্রী ও যুবকদের জন্য আরেকটি সুখবর দিয়েছেন।রেলমন্ত্রী বলছেন, আড়াই হাজার নন-এসি কোচ রেলওয়ে তৈরি করা হচ্ছে। আগামী তিন বছরে আরও দশ হাজার অতিরিক্ত নন-এসি কোচ তৈরি করা হবে। এতে লাভবান হবে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। এছাড়াও, রেলের চাকরির বার্ষিক ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। সেই ভিত্তিতেই চাকরি দিচ্ছে রেল। এ বছর প্রায় ৩৯,০০০ রেলে চাকরি দেওয়া হবে।

এবার কেন্দ্রীয় বাজেটে রেল মন্ত্রকের জন্য ঐতিহাসিক অর্থ বরাদ্দ করা হয়েছে। বাজেটে রেলওয়ে পেয়েছে ২ লাখ ৬২ কোটি টাকা। অন্যদিকে বাজেট নিয়ে হতাশ সাধারণ যাত্রীরা। সাধারণ যাত্রীরা আশা করছিলেন, এবারের বাজেট থেকে যাত্রী সুবিধা নিয়ে অনেক ঘোষণা আসবে। এছাড়া ওয়েটিং লিস্টের নিয়ম তুলে দেওয়ারও ঘোষণা করা হবে। কিন্তু বাজেট নিয়ে হতাশ যাত্রীরা। তবে রেলওয়েকে শক্তিশালী করতে এবং নতুন সুবিধা আনতে এ যাবতকালের সবচেয়ে বড় বাজেট করেছে সরকার। রেলওয়েকে শক্তিশালী করতে এবং নতুন সুবিধা আনতে সরকার ক্যাপেক্স হিসাবে ২ লাখ ৬২ কোটি টাকা দিয়েছে। ২০২৩-২৪ সালের বাজেটে এই পরিমাণ ছিল ২.৪০ লক্ষ কোটি টাকা।

অমৃত ভারত এক্সপ্রেসের মতো আরও বেশি করে যাত্রীবাহী ট্রেন চালানোর লক্ষ্য সরকারের। বাজেটের একটা বড় অংশ যাবে নিরাপত্তার জন্য। পুরানো ট্র্যাক, সিগন্যালিং, আর্মার, রেলওয়ে সেতু নির্মাণে ১,০৮,০০০ কোটি টাকারও বেশি ব্যয় করা হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে আমাদের ফোকাস হবে অবকাঠামোগত উন্নয়ন এবং রেলের আপগ্রেডেশনে। এতে নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি ব্যয় করা হবে। পাঁচ হাজার কিলোমিটার লাইনে আর্মার সিস্টেম বসানোর প্রস্তুতি নেওয়া হবে। কোচ আপগ্রেড করা হবে। এছাড়াও বন্দে ভারত, স্লিপার বন্দে ভারত শীঘ্রই আসবে। ভারতে রেলের ভাড়া বিশ্বের মধ্যে সবচেয়ে কম। উচ্চ ঘনত্বের নেটওয়ার্ক কমিয়ে আনা, দেশে লজিস্টিক খরচ কমানো, যাত্রীদের অভিজ্ঞতা বাড়ানো এবং তাদের নিরাপত্তা সরকারের জন্য অগ্রাধিকার ক্ষেত্র।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট