Mahua Moitra: রীতিমত চাপে মহুয়া মৈত্র? সমন পাঠানোর ইঙ্গিত এথিক্স কমিটির চেয়ারম্যানের

Published : Oct 20, 2023, 04:31 PM IST
Mahua Moitra

সংক্ষিপ্ত

চাপ বাড়ছে মহুয়া মৈত্রর ওপর। প্রয়োজনে সমন পাঠানোর ইঙ্গিত দিলেন লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যানের। 

শিল্পপতি দর্শন হিরানন্দানির চিঠির পর ক্রমশই চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের ওপর। কারণ লোকসভার এথিক্স প্যানেলের চেয়ারম্যান বিনোদ সোনকর শুক্রবার বলেছেন, নগদের বিনিময় প্রশ্ন - এই ইস্যুতে ব্যবসায়ী হিরানন্দানির চিঠি তিনি পেয়েছেন। তারই ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

ব্যবসায়ীর চিঠিকে শপথ করা হলফনামা হিসেবে অভিহিত করে নোনকার বলেন, ২৬ অক্টোবর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও সুপ্রিম কোর্টের আইনজীবী অনন্ত দেবরায়ের বক্তব্য শোনার পরই তারা যে প্রমাণগুলি পেশ করবেন তারই ভিত্তিতে তৃণমূল সাংসদকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হবে। বিনোদ সোনবার আরও বলেন, প্রথমে তদন্ত করা উচিৎ যে চিঠি কীভাবে ফাঁস হয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিজেপির কাছে ওয়ান পয়েন্ট এজেন্ডা হল মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা। আদানি ইস্যু বন্ধ করা।

তবে ব্যবসায়ীর হলফনামা ফাঁস হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া মৈত্র। তিনি সোশ্যাল মিডিয়ায় ক্যাপশনে ,'প্রমাণ , প্রতিবেদন ও কার্যবিধি গোপনীয় হিসেবে বিবেচিত' লিখে একটি নথি শেয়ার করেছেন। নিচে লিখেছেন, লোকসভার নিয়ম দেখুন। তারপরই প্রশ্ন করেছেন, হলফনামা কী করে মিডিয়ার হাতে গেল। তবে এই বিষয়টি এথিক্স কমিটিও খতিয়ে দেখবে বলে জানিয়েছে লোকসভা।

সংসদে প্রশ্ন করার জন্য ব্যবসায়ী দর্শন হিরানন্দানির থেকে টাকা ও দামি দামি উপহার নিয়েছিলেন মহুয়া মৈত্র। এমনই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আগে এই বিষয়টি অস্বীকার করলেও বর্তমানে ব্যবসায়ী তা স্বীকার করলে একটি হলফনামা পেশ করেছেন। যদিও এই অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করেছেন মহুয়া মৈত্র। তিনি তাঁর বিরুদ্ধে হওয়া যে কোনও তদন্তকে তিনি স্বাগত জানিয়েছেন।

PREV
click me!

Recommended Stories

কবে ঠিক হবে IndiGoর বিমান পরিষেবা? একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিমান সংস্থাটি
মহিলা আর প্রবীণ রেলযাত্রীদের জন্য বরাদ্দ লোয়ার বার্থ, সুখবর দিলেন রেলমন্ত্রী