' মডেল আচরণবিধি না মোদী আচরণবিধি', প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

Published : May 14, 2024, 09:50 PM ISTUpdated : May 14, 2024, 11:19 PM IST
Modi, Mamata

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ নরেন্দ্র মোদী। সকেত আর সাগরিকার কটাক্ষ নির্বাচনী আচরণবিধি। 

আবারও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। বিরেধী দল তৃণমূল কংগ্রেস নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস রীতিমত কটাক্ষ করে বলেছে, 'মডেল কোড অব কনডাক্ট নয় এখন হয়েছে মোদী কোড অব কনডাক্ট। '

জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সকেত গোখেল, সাগরিকা ঘোষ। পরে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়। সেখানেই অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে। যদিও নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না। কমিশন মোদীর বিরুদ্ধে বারাবরই নিস্ক্রীয়। যা নিয়ে তৃণমূল কংগ্রেস হতাশা প্রকাশও করেছে।

কঙ্গনা রানাউতের সম্পত্তি-গাড়ি-বাড়ি চোখ কপালে তোলার মত, ঋণ রয়েছে কোটি কোটি টাকার

তৃণমূল কংগ্রেস আরও বলেছে, এই বিষয় নিয়ে আগেই জেপি নাড্ডাকে এই বিষয়ে নোটিশ পাঠিয়েছে। প্রধানমন্ত্রীকে তাঁর মন্তব্য থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে। তার পরিবর্তে প্রধানমন্ত্রী সেই জাতীয় উস্কানিমূলক মন্তব্যও বারবার করছেন। তৃণমূলের অভিযোগ নির্বাচনের সময়ই প্রধানমন্ত্রী আর্থিক প্রকল্পগুলির ঘোষণা করেছেন। নির্বাচনী প্রচারের এজাতীয় প্রকল্পের কথা বলার অধিকার তাঁর নেই।

'দিদি আপনার সময় শেষ...', ভোট প্রচারে মমতার সরকার ফেলার হুঁশিয়ারি অমিত শাহের

সাগরিকা ঘোষ বলেন, নির্বাচন কমিশনের নজরদারির অধীনে মডেল আচরণবিধি এখন মোদী আচরণবিধি হয়ে উঠেছে। তিনি আরও বলেন, মোদীর বিরুদ্ধে অভিযোগ জানান হলেও কমিশন কোনও পদক্ষেপ করে না। সকেত গোখেল বলেন, তাঁরা কমিশনকে চিঠি লিথেছেন। নির্বাচনের আর যেটুকু পর্যায়ে অবশিষ্ট রয়েছে সেটুকুর জন্য প্রধানমন্ত্রীর নির্বাচনী আদর্শ আচরণবিধি মানা জরুরি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, মোদী ক্রমাগত বিভাজনের রাজনীতি করছেন। তিনি আরও বলেন, 'মোদী যে জাতীয় মন্তব্য করেছেন তা ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের আক্রমণ।'

 

PREV
click me!

Recommended Stories

গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত
বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব