কঙ্গনা রানাউতের সম্পত্তি ৯১ কোটি টাকার, বাড়ি-গাড়ির সঙ্গে রয়েছে কোটি টাকার ঋণ
মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কঙ্গনা রানউত। দেশের রাজনীতিতে বিতর্কিত নাম। অভিনেত্রী হিসেবেও তিনি যথেষ্ট বিতর্কিত। লোকসভা নির্বাচনের মনোনয়নে অভিনেত্রী রাজনীতিবিদ দাখিল করেছেন তাঁর সম্পত্তি।
| Published : May 14 2024, 09:06 PM IST / Updated: May 14 2024, 11:12 PM IST
- FB
- TW
- Linkdin
কঙ্গনা রানাউত
বিতর্কিত সেলিব্রিটি। অভিনেত্রী হিসেবেও তিনি যেমন বিতর্কিত মন্তব্য করেছেন। রাজনীতিতে নেমেও তার ব্যাতিক্রম হয়নি। মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।
কঙ্গনার মনোনয়ন
লোকসভা নির্বাচনে মান্ডি কেন্দ্রের বিজেপি প্রার্থী। মনোনয়ন দাখিল করেছেন। সেখানেই তিনি তাঁর সম্পত্তির হিসেব দিয়েছেন। কোটি কোটি টাকার মালকিন কঙ্গনা।
কঙ্গনার আয়
নির্বাচনী হলফনামা অনুযায়ী কঙ্গনা ২০২২-২৩ অর্থবর্ষে মোট আয় ৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৭৭০ টাকা। যা ২০২১-২২ অর্থবর্ষে ছিল ১২ কোটি ৩০ লাখ ৯২ হাজার ১২০ টাকা আয় করেছেন।
কঙ্গনার হাতে নগদ
কঙ্গনা নির্বাচন কমিশনে জানিয়েছেন তাঁর হাতে নগদ রয়েছ ২ লক্ষ টাকা।
কঙ্গনার গ্যারাজে গাড়ি
কঙ্গনার গ্যারাজে দুটি মার্সিডিজ এবং একটি BMW গাড়ি রয়েছে। ২০০৯ সালে BMW কেনেন। যার বর্তমান দাম ৯৮ লক্ষ ২৫ হাজার টাকা। ২০২৩ সালে মার্সিডিজ মেবাখের ৩ কোটি ৯১ লক্ষ টাকার বেশি। ২০১৯ সালে কেনা মার্সিডিজ বেঞ্জের দাম ৫৮ লক্ষ ৬৫ হাজার ৭৭১ টাকা। ২০১৩ সালে একটি ভেসপা স্কুলটিও কিনেছিলেন।
কঙ্গনার সোনাদানা
কঙ্গনা রানাউতের কাছে ৬.৭০ কিলোগ্রাম সোনা রয়েছে। যার বাজার দল পাঁচ কোটি টাকা। একটি ৩ কোটির হিরে ও ৫০ লক্ষ টাকার রুপোর গয়নাও রয়েছে।
কঙ্গনার অস্থাবর সম্পত্তি
কঙ্গনার অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৮ কোটি ৭৩ লক্ষ ৪৪ হাজার ২৩৯ টাকা ৩৬ পয়সা।
কঙ্গনার বাড়ি
চণ্ডীগড়ে কঙ্গনার চারটি ও মুম্বইতে একটি আর মানালিতে একটি বাড়ি রয়েছে। যেগুলির বাজার দর ৫৫ লাখ, ৭৫ লাখ, ৫৮ লাখ, ৫৮ লাখ, ২১ কোটি ৭৪ লাখ ৫৬০ এবং ২ কোটি ৫০ লাখ টাকা। কঙ্গনার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৬২ কোটি ৯২ লক্ষ ৮৭ হাজার টাকা।
কঙ্গনার ঋণ দেনা
কঙ্গনার মানের ওপর ঋণ রয়েছে ১৭ কোটি ৩৮লক্ষ ৮৬ হাজার ৬৪১ টাকা।
কঙ্গনার মোট সম্পত্তি
কয়েক কোটি টাকা সম্পত্তির মালিক কঙ্গনা। স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে কঙ্গনার ৯১ কোটি ৬৬ লক্ষ ৩১ হাজার ২৩৯ টাকা।