মন্দিরের মেঝেতে শুলে গর্ভে আসে সন্তান, দেবীর মহিমার কথা শুনলে অবাক হবেন, জেনে নিন কোথায় এই মন্দির

সিমসা গ্রামের সিমসা মাতা মন্দিরে মেঝেতে শুয়ে থাকলে সন্তান লাভের আশীর্বাদ পাওয়া যায়। স্বপ্নাদেশে ছেলে বা মেয়ে সন্তান লাভের ইঙ্গিত পাওয়া যায়। এই মন্দিরে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের আশায় ভিড় জমান।

সন্তান জন্ম দিতে গিয়ে অনেক দম্পতিকেই সমস্যায় পড়তে হয়। দেখা দেয় নানান শারীরিক জটিলতা। আবার অনেক সময় সব ঠিক থাকলেও সন্তান আস্তে চায় না। সন্তান লাভের জন্য ডাক্তার তো বটেই তেমনই বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘোরেন নিঃসন্তান দম্পতিরা। আজ এমন এক মন্দিরের কথা বলব, যেখানে গেলে এই সমস্যা দ্রুত নিষ্পত্তি হবে নিঃসন্তান দম্পতিদের।

অনেক সময় আমাদের সামনে অনেক অলৌকিক বিষয় আসে। যা বিশ্বাস করা কঠিন হয়ে দাঁড়ায়। রইল এক মন্দিরের কথা। হিমাচল প্রদেশের সিমসা গ্রামে অবস্থিত সিমসা মাতা মন্দির। এখানে মেঝেতে শুয়ে থাকা মহিলারা সন্তান লাভ করেন। কথিত আছে, এখানে মন্দিরের মেঝেতে শুয়ে থাকলে সন্তান লাভে আশীর্বাদ লাভ করা সম্ভব। মন্দিরটি সন্তান দাত্রী নামে খ্যাত। সারা দেশের নিঃসন্তান মহিলারা এখানে আসেন মায়ের আশীর্বাদ পেতে। এমনকী, আপনার ছেলে হবে নাকি মেয়ে তাও স্বপ্নাদেশে জানা যায়। কথিত আছে যে ফল বা বস্তু মহিলাদের স্বপ্নে দেখা হয়, তার মাধ্যমে তা জানা যায়। যদি স্বপ্নে কেউ ঢেঁড়স দেখেন তবে মেয়ে হবে।

Latest Videos

খুব জনপ্রিয় এই মন্দির। মায়ের আশীর্বাদে পেলে সন্তান লাভ করা সম্ভব। বিশ্বাস করা হয় মন্দিরের মেঝেতে শুলে গর্ভবতী হয়ে যান নিঃসন্তান দম্পতিরা। দেবীর মহিমার কথা সারা দেখে প্রচলিত। সন্তান লাভের আশায় অনেকেই এখানে ভিড় জমান। হিমাচলের এই মন্দির বেশ খ্যাত সারা বিশ্ব জুড়ে। সন্তান লাভের আশায় এখান ভিড় জমান সকলে। সন্তান দাত্রী মন্দির বেশ খ্যাত সর্বত্র।

 

Share this article
click me!

Latest Videos

'আমরা কিন্তু চুপ করে বসে থাকব না Yunus' চিন্ময় প্রভুর গ্রেফতারিতে চরম হুঁশিয়ারি Agnimitra-র
রান্না করতে গিয়েই ঘটলো বিপদ! চোখের পলকে ছাই হয়ে গেলো সব, শোকের ছায়া Budge Budge-এ | South 24 Pargana
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
Suvendu Adhikari Live: সাংবাদিক বৈঠকে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
কলকাতার রাজপথে ফের প্রতিবাদের মশাল মিছিল! প্রভু চিন্ময়ের মুক্তির দাবিতে চললও বিক্ষোভ মিছিল