আজ থেকেই শুরু হবে যোশীমঠে বাড়ি ভাঙার কাজ, সঙ্গে দেখুন দেশের আরও গুরুত্বপূর্ণ খবর

 

বিশেষজ্ঞদের সুপারিশ মেনেই যোশীমঠে বাড়ি ভাঙার কাজ শুরু হচ্ছে। প্রয়োজনী সব ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে উত্তর ভারতের রাজ্যগুলিতে রয়েছে প্রবল ঠান্ডা।

১. বুধবার থেকে শুরু হবে যোশীমঠের বাড়ি ধ্বংসের কাজ। প্রাচীন বিশ্বাস অনুযায়ী যোশীমঠ ছিল ভগবার শিবের অত্যান্ত প্রিয় স্থান। তিনি এখানেই নাকি পরম ব্রহ্মকে পেয়েছিলেন। এই স্থান ভগবান নারায়ণেরও প্রিয় ছিল। শিব-পার্বতীর কাছে নৃত্য পরিবেশন করে তাদের খুশি করে বিষ্ণুএই স্থানটি উপহার হিসেবে পেয়েছিলেন। হিন্দুদের সেই পবিত্র স্থান আজ বিপন্ন। এটি বদ্রীনাথ ধামে যাওয়ার প্রবেশদ্বার। ডুবন্ত যোশীমঠএকের পর এক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। যোশীমঠকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে বিপদ প্রবণ বাড়িগুলি ভেঙে ফেলার কাজ শুরু হবে বুধবার থেকে। ইতিমধ্যেই সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (CBRI)পরিদর্শনের কাজ শেষ করেছে। CBRI -এর বিজ্ঞানী সিপি কানুনগোর মতে বাড়িগুলি একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ধ্বংস করা হবে। বুধবার রাত থেকেই শুরু হবে ভাঙার কাজ।

ডুবন্ত যোশীমঠে গুঁড়িয়ে দেওয়া হবে দুটি বড় হোটেল, বিশেষজ্ঞদের নির্দেশে তৈরি ব্লু প্রিন্ট

Latest Videos

 

২.যোশীমঠ মামলার জরুরি শুনানি প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে শুনানির জন্য এখন ১৬ জানুয়ারি পরবর্তী তারিখ দিয়েছে শীর্ষ আদালত। এই সময় সুপ্রিম কোর্ট বলেছে যে প্রতিটি ক্ষেত্রে শীর্ষ আদালতে আসার দরকার নেই। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো এ নিয়ে কাজ করছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমার বেঞ্চ এই বিষয়ে শুনানি করছেন।

৩.বিশেষজ্ঞ কমিটির মতামত ছিল, আরও বেশি ক্ষয়ক্ষতি এড়াতে গেলে অতি দ্রুত ভেঙে ফেলতে হবে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি। সেই পরামর্শ মেনে প্রতিনিধি দলের তত্ত্বাবধানে শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ। উপগ্রহ থেকে ছবি তুলে চিহ্নিত করে করে ভেঙে ফেলা হচ্ছে জোশীমঠের একের পর এক ক্ষতিগ্রস্ত বাড়ি। আজই সেখানে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো প্রতিনিধি দল।

৪. ভারত সরকার মোবাইল, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের জন্য একটি সাধারণ ইউএসবি টাইপ-সি চার্জার অনুমোদন করেছে। কেন্দ্রীয় সরকারের তরফে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIF) ২০২৫ সালের মার্চের মধ্যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের জন্য সাধারণ USB Type-C চার্জার চালু করার অনুমোদন দিয়েছে। এর মূল উদ্দেশ্য ইলেকট্রনিক বর্জ্য কমানো এবং এর সাহায্যে ব্যবহারকারীদের ল্যাপটপ, স্মার্টফোন, নোটবুক ইত্যাদির জন্য আলাদা ডিভাইস কিনতে হবে না।

ওয়ান নেশন ওয়ান চার্জার: ইউএসবি টাইপ-সি কেন? এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলতে চলেছে, জেনে নিন

 

৫.দিল্লিতে অপরাধ ভয়ঙ্কর আকার নিচ্ছে। অঞ্জলি সিং-এর নৃশংস হত্যাকাণ্ডের স্মৃতি এখনও মুছে যায়নি, এরই মধ্যে সামনে এল আরও এক নৃশংস খন। মঙ্গলবার সন্ধ্যাবেলায় দিল্লির একটি ফ্লাইওভারের কাছে এটিএম ক্যাস ভ্যানের এক নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। নিরাপত্তারক্ষীকে খুন করে ৮ লক্ষ টাকাও ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে।

৬.প্রতিরক্ষাক্ষেত্রে আরও শক্তি বাড়াচ্ছে ভারত। চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা LAC এলাকার যুদ্ধের জন্য প্রস্তুতিতে কোনও ত্রুটি রাখতে চাইছে না। অন্যদিকে পাকিস্তানকেও হালকাভাবে নিতে চাইছে ভারত। আর সেই কারণে কেন্দ্রীয় সরকার ৪ হাজার ২৭৬ কোটি টাকা ব্যায় তিনটি হেলিনা অ্যান্ট ট্যাঙ্ক গাইডেড মিসাইল কেনার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল বা DAC এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

৭.মঙ্গলবার রাজধানী দিল্লিতে বিজেপির সদর দফতরে ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদকদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। একই সঙ্গে এই বৈঠকে সভাপতিত্ব করছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। জানিয়ে দেওয়া যাক যে ১৬ এবং ১৭ জানুয়ারি বিজেপির জাতীয় কার্যনির্বাহী বৈঠকেরও প্রস্তাব করা হয়েছে। তথ্যমতে, আজ অনুষ্ঠিত জাতীয় মহাসচিবদের বৈঠকে জাতীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

৮. বুধবারও উত্তর ভারতে প্রবল ঠান্ড থাকবে। দিল্লি-সহ বেশ কয়েকটি রাজ্যে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রার পারদ থাকবে ১০ ডিগ্রির নিচে।

৯. পঞ্জাবের স্বর্ণ মন্দিরে গিয়েছিলেন রাহুল গান্ধী। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা বর্তমানে রয়েছে পঞ্জাবে। সেখানে মাথায় পাগড়ী বেঁধে রীতিমত পঞ্জাবী হয়েই গিয়েছিল তাঁদের তীর্থস্থানে।

১০.মঙ্গল গ্রহ হল শক্তি সাহস আর পরাক্রমের কারক। আর মাত্র দুই দিন পরেই মঙ্গল মার্গী হবেন। অর্থাৎ তিনি রাশি পরিবর্তন করছেন। তিনি বর্তমানে বৃষ রাশিতে প্রবেশ করবেন। মঙ্গল বৃষ রাশিতে থাকলে রাজনীতি ও অর্থনীতি স্বাস্থ্যক্ষেত্রে অনেক পরিবর্তন দেখা যায়। জ্যোতিষদের মতে মঙ্গলের এই পরিবর্তন দেশের রাজনীতির ক্ষেত্রে খুব একটা নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও মনে করছেন জ্যোতিষীরা।

বৃষ রাশিতে মঙ্গলের গমনের সরাসরি প্রভাব পড়বে দেশের রাজনীতিতে, তৈরি হবে কিছু সমস্যা

 

Share this article
click me!

Latest Videos

'মাননীয়া আপনি পুলিশমন্ত্রী পদ অভিষেককে ছেড়ে দিন' মমতার কাছে আবেদন হুমায়ুন কবীরের
‘কী সাহস! বলছে রাম মন্দির ভাঙবে!’ মহারাষ্ট্রের মাটিতে বিস্ফোরক শুভেন্দু! | Suvendu Adhikari News
ভাইরাল বেলডাঙায় সংঘর্ষের আগে চাঞ্চল্যকর এক ভিডিও, দেখুন কী বলছেন এই ব্যক্তি | Beldanga Viral Video
'বেলডাঙার ঘটনা একটা রাজনৈতিক ষড়যন্ত্র' বিস্ফোরক মন্তব্য অধীর রঞ্জন চৌধুরী
'মমতার জন্যই রোহিঙ্গারা বাংলা দিয়ে ঢুকে সারা ভারতে ছড়িয়ে পড়েছে' বিস্ফোরক দাবী Suvendu Adhikari-র