রেকর্ড গড়ে দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার ৩৯০০, আক্রান্তের সংখ্যা ৪৬ হাজারের বেশি

  • সোমবারের তুলনায় মঙ্গলবার আক্রান্তের সংখ্যা অনেকটাই বাড়ল
  • সোমবার করোনা সংক্রমণের শিকার হলেন ৩,৯০০ জন
  • যা একদিনে আক্রান্তের সংখ্যায় এদেশে সর্বোচ্চ
  • আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও একদিনে ২০০ কাছাকাছি পৌঁছল

প্রতিদিনই এদেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৪২ হাজারের বেশি একদিনের মধ্যে তা বেড়ে ৪৬ হাজারের গণ্ডি টপকে গেল। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬,৪৩৩। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার হয়েছেন ৩৯০০। যা একদিনে এদেশে আক্রান্তের ঘটনায় সর্বোচ্চ বলেই জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক।

 

Latest Videos

মৃতের সংখ্যাতেও রেকর্ড দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায়। সোমবার দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৬৮।

বোতলের জন্য লম্বা লাইন, সুযোগ বুঝে ৭০ শতাংশ দাম বাড়িয়ে দিল সরকার

লকডাউনের দেশে রেশনের থেকেও লম্বা লাইল মদের দোকানে, সামাজিক দূরত্ব না মেনেই জমায়েত

আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়তে এগোচ্ছে রাশিয়া, রেকর্ড গড়ে একদিনে সংক্রমণের শিকার ১০ হাজার

তবে এসবের মধ্যেই আশার আলো দেখিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। দেশে এখনও পর্যন্ত করোনা যুদ্ধ জিতে সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন ১২,৭২৭ জন। ফলে এখন ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩২,১৩৪।

এদিকে সোমবার থেকেই দেশে শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন। এর মাঝেই মলদ্বীপ ও সংযুক্ত আরব আমিরশাহীতে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে তিনটি যুদ্ধ জাহাজ পাঠাল নৌবাহিনী। আইএনএস জলসশাওয়া, আইএনএস মগর এবং আইএনএস শার্দুলকে ভারতীয়দের উদ্ধারের কাজে পাঠান হয়েছে বলে নৌবাহিনীর তরফে জানান হয়েছে।

 

মধ্যপ্রাচ্যে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে ১৪টি যুদ্ধ জাহাজ প্রস্তুত রয়েছে বলে নৌবাহিনীর তরফে দাবি করা হয়েছে।

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today