ত্রিপুরার বিধানসভা নির্বাচনে আগরতলা কেন্দ্রে পিছিয়ে পড়েছে বিজেপি।
ত্রিপুরায় টানটান উত্তেজনায় চলছে বিধানসভা ভোটের ফলাফল গণনা। ম্যাজিক ফিগার থেকে মাত্র কয়েক হাত দূরে রয়েছে বিজেপি। তিপ্রা মোথা হু হু এগিয়ে চলেছে সে রাজ্যের উপজাতি এলাকার আসনগুলিতে। জয় নিশ্চিত, নাকি ত্রিশঙ্কু ভোটে থামবে গেরুয়া শিবিরের লড়াই, তা জানতে উদগ্রীব হয়ে রয়েছেন দলীয় সমর্থকরা।
নির্বাচন কমিশনের তরফে দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে, ত্রিপুরার বিধানসভা নির্বাচনে আগরতলা কেন্দ্রে পিছিয়ে পড়েছে বিজেপি। এখানে জোরালো টক্কর দিয়ে এগিয়ে গেছে কংগ্রেস। আগরতলার কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ, ৩ হাজার ৬শ ৬৮টি ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে পিছিয়ে পড়েছেন বিজেপির প্রার্থী পাপিয়া দত্ত।
অপরদিকে, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক এগিয়ে রয়েছেন সকালের সর্বশেষ গণনা অনুযায়ী। ধনপুর আসন থেকে প্রার্থী হয়েছিলেন তিনি।
মোট ২১টি গণনা কেন্দ্রে ভোট গণনা চলছে ত্রিপুরায়। নির্বাচন কমিশনের তরফে গণনা পর্যবেক্ষণ করছেন মোট ৬০ জন পর্যবেক্ষক। সমস্ত গণনা কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গণনা কেন্দ্রের বাইরে ও ভিতরে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে জোরদার এবং প্রত্যেকটি কেন্দ্রকে সিসিটিভি কভারেজের অন্দরে মুড়ে ফেলা হয়েছে।
আরও পড়ুন-
নয়া দিল্লিতে মোদী-মেলোনি সাক্ষাৎ, ভারতের প্রধানমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া
নাগাল্যান্ডে জোটবদ্ধভাবে জোরালো টক্কর দিচ্ছে বিজেপি, ৫০ থেকে ৪৬-এর মধ্যেই ওঠানামা করছে স্কোর
Bypoll Results Update: সাগরদিঘিতে দ্বিতীয় রাউন্ড গণনার পরও এগিয়ে কংগ্রেস, তবে কি ক্ষমতার হাত বদল? পাঁচ রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফলাফল আজ
চুমু খেতে গেলে প্রেমিকার ঠোঁটে ঠোঁট না লাগালেও চলবে, এই বিশেষ যন্ত্র দূর থেকেই এনে দেবে নরম ওষ্ঠের স্বাদ