বানর-কুকুর যুদ্ধের কারণ অনুসন্ধানে প্রশাসন, আপাতত দুই বানর বনকর্তাদের জালে

প্রশাসনের ওই আধিকারিক আরও বলেছেন, স্থানীয় বাসিন্দাদের দাবি বানরের একটি দল ক্ষুব্ধ হয়ে একের পর এক কুকুর ছানা হত্যা করেছে। কিন্তু এই বক্তব্যের সমর্থনে তাদের হাতে এখনও পর্যন্ত তেমন কোনও প্রমাণ নেই।

প্রায় ২৫০ কুকুর ছানা (250 Puppies Murder) হত্যার পর বনকর্তাদের পাতা জালে আটকে পড়েছে বানর (Monkey) সেনার দুই সদস্য। দুটি বানরকে আপাতত আটক করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মহারাষ্ট্রের (Maharashtra) ঔরঙ্গাবাদের বনকর্তারা কিছু জানায়নি। দিন কয়েক ধরেই মাজেলগাঁও এলাকার লাভুল গ্রামে বানরের উৎপাতে প্রাণ অতিষ্ট হয়ে যাচ্ছিল স্থানীয় বাসিন্দাদের। বানরগুলি শতাধিক কুকুর (Dog) ছানা হত্যা করে। গ্রামে আর কোনও কুকুর ছানা নেই বললেই চলে। এরপরই বানরগুলির টার্গেট হচ্ছিল গ্রামের শিশুরা। সেই বানর দলের দুই সদস্যকে পাকড়াও করা হয়েছে। তবে মাজলগাঁও তালুকের রাজস্ব বিভাগের মহকুমা অফসিসের এক আধিকারিক জানিয়েছেন বানররা যে প্রতিশোধ নিতেই এই কাজ করতে তার কোনও প্রমান তাদের হাতে নেই। 

প্রশাসনের ওই আধিকারিক আরও বলেছেন, স্থানীয় বাসিন্দাদের দাবি বানরের একটি দল ক্ষুব্ধ হয়ে একের পর এক কুকুর ছানা হত্যা করেছে। কিন্তু এই বক্তব্যের সমর্থনে তাদের হাতে এখনও পর্যন্ত তেমন কোনও প্রমাণ নেই। পশুগুলি কেন এজাতীয় আচরণ করছে তা নিয়ে এখনও বনকর্তারা নিশ্চিত হতে পারেননি বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে বিড জেলার কালেক্টর রভবিনোদ শর্মা জানিয়েছেন কয়েকটি কুকুর একটি বানর ছানাকে মেরে ফেলেছে- এটি সত্য ঘটনা। কিন্তু কেন কুকুরগুলি এজাতীয় আচরণ করল তারও কোনও প্রমাণ প্রশাসন এখনও পায়নি। কুকুরগুলির এজাতীয় আচরণও খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন বিশেষজ্ঞরা খতিয়ে দেখছে কেন কুকুরগুলি বানর ছানাকে টার্গেট করেছিল। কুকুরগুলি কোনও কারণে রেগে গিয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 

Latest Videos

স্থানীয় বাসিন্দাদের দাবি মাস খানেক আগে  একটি বানরছানাকে হত্যা করেছিল রাস্তার কয়েকটি কুকুর মিলে। তারপর থেকেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বানর সেনা। রাস্তায় ছোট ছোট কুকুর ছানা দেখলেই সেগুলি বানররা ধরে নিয়ে যায়। তারপর এলাকাতেই কোনও একটি উঁচু বাড়ি বা গাছের ওপর থেকে কুকুর ছানাগুলিকে নিচে ছুঁড়ে ফেলে দিয়ে হত্যা করা। এইভাবে গত এক মাসে বানরসেনার হাতে প্রায় ২৫০ কুকুর ছানা হত্যা হয়েছে। বানরদের এই তাণ্ডবে শুধু কুকুরাই ভীতসন্ত্রস্ত নয়। এলাকার মানুষের মধ্যেও আতঙ্ক বাড়ছে। অদ্ভূদ এই ঘটনা ঘটছে বিড জেলার মাজলগায়ের লাভল গ্রামে। এলাকায় বানরের দল প্রায় সারাদিনই ঘুরে বেড়াচ্ছে। বনকর্মীরাও দীর্ঘ দিন ধরে বানরগুলিকে ধরার চেষ্টা করে আছসে। কিন্তু সফল হয়নি। অবশেষে মাত্র দুটি বানরকে পাকড়াও করতে পেরেছে বনকর্মীরা। 

Rohini Court Blast: দিল্লির আদালতে বিস্ফোরণ, হাতকড়া পড়ল প্রতিরক্ষা বিজ্ঞানীর হাতে

Weather Forecast: আগামী ৩ দিন নিস্তার নেই হাড়কাঁপানো শীত থেকে, শৈত্য প্রবাহের পূর্বাভাস

Mamata On KMC Poll: 'ভোট শান্তিপুর্ণ', কলকাতা পুলিশকে দরাজ সার্টিফিকেট মমতার

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari