ভারতীয় পড়ুয়াদের ইউক্রেন ছাড়তে বাধা, পোল্যান্ড সীমান্তে ইউক্রেনীয় রক্ষীদের লাথি খেতে হচ্ছে

ভারতীয় ছাত্রদের অভিযোগ তাদের ইউক্রেন সীমান্তে আটকে দেওয়া হয়েছে। কেউ কেউ সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে এসেছে। কিন্তু অধিকাংশকেই প্রবল ঠান্ডায় পোল্যান্ডে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। ছাত্রদের অভিযোগ শুধুমাত্র ইউক্রেনীয়দের সীমান্ত পার হওয়ার অনুমতি দিচ্ছে নিরাপত্তা রক্ষীরা।

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে প্রাণ হাতে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারতীয় পড়ুয়ারা (Indian students)। কিন্তু তাতেই নতুন করে তৈরি হয়েছে বিভ্রাট। ভারতীয় পড়ুয়াদের অভিযোগ ইউক্রেন সীমান্ত  (Ukraine border)পার হতে দিচ্ছে না ইউক্রেনের রক্ষীরা। পোল্যান্ড সীমান্তে (Poland Border) ইউক্রেনের রক্ষীরা তাদের হেনস্থা করছে। বাধা দেওয়া হয়েছে সীমান্ত পার হতে। কিছু ভারতীয় ছাত্র অভিযোগ করছে ইউক্রেন সীমান্ত তাদের মারধর করা হয়েছে বলেও। এজাতীয় বেশ কিছু ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে ইউক্রেনীয় রক্ষীয়রা ভারতীয় ছাত্রদের ওপর চড়াও হচ্ছে। রাতেই অন্ধকারেও চলছে এই নির্যাতন। 

ভারতীয় ছাত্রদের অভিযোগ তাদের ইউক্রেন সীমান্তে আটকে দেওয়া হয়েছে। কেউ কেউ সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে এসেছে। কিন্তু অধিকাংশকেই প্রবল ঠান্ডায় পোল্যান্ডে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। ছাত্রদের অভিযোগ শুধুমাত্র ইউক্রেনীয়দের সীমান্ত পার হওয়ার অনুমতি দিচ্ছে নিরাপত্তা রক্ষীরা। পরে কাকুতি মিনতি করায় কয়েকজন ছাত্রীদের অনুমতি দেওয়া হয়েছে সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে যাওয়ার। ভারতীয় পডুয়ারা ভিডিওগুলি শেয়ার করে ভারতের বিদেশ মন্ত্রকের থেকে সাহায্য চেয়েছে। অনেকেই জানিয়েছেন তারা পোল্যান্ডে যেতে না পেরে রীতিমত হতাশ হয়েছে। অবশেষে লাভিভে ফিরে যাচ্ছে। 

Latest Videos

এদিনই পোলিস সরকার ঘোষণা করেছে ইউক্রেনের (Ukraine) থাকা ভারতীয় শিক্ষার্থীদের (Indian Student) পোল্যান্ডে আসতে কোনও রকম ভিসা (Visa) লাগবে না। পোল্যান্ড সরকার জানিয়েছে, রুশ আগ্রাসনের কারণ যেসব ভারতীয় শিক্ষার্থী ইউক্রেন থেকে বেরিয়ে যেতে চায় তাদের ভিসা ছাড়াই পোল্যান্ডে ঢোকার ছাড়পত্র দেওয়া হয়েছে। 

ইউক্রেনের এক দিকে রয়েছে পোল্যান্ড। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তের দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার। পোল্যান্ড সংলগ্ন বেশ কয়েকটি মেডিক্যাল কলেজে রয়েছে ভারতীয় পড়ুয়ারা। অনেকেই প্রাণ বাঁচাতে হাটা পথে ইউক্রেন ছাড়তে চাইছে। এবার সেইসব ভারতীয় পড়ুয়াদের জন্য আরও একটি রাস্তা খুলে দিল পোল্যান্ড সরকার। ইউক্রেনের আটকে পড়া ভারতীয়রা এবার পোল্যান্ডে যেতেই পারে। সেখান থেকেই দেশে ফিরতে পারেবে তারা।  

রাশিয়া-ইউক্রেন সংকট কি মিটবে প্রিপিয়াত নদীর তীরে, বেলারুশে শান্তি বৈঠকে রাজি কিয়েভ

রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা ইউক্রেনের, গণহত্যার জবাব চাইলেন জেলেনস্কি
পারমাণবিক যুদ্ধের সতর্কতা জারি, পুতিন সতর্ক করলেন দেশের প্রতিরক্ষা বাহিনীকে

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর