Subramanian Swamy on Budget: মোদী সরকারের বাজেটকে 'মুদির দোকানের বিল' বলে কটাক্ষ, কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় বিজেপি নেতা সুব্রহ্মণ্যন স্বামী

১ ফেব্রুয়ারি সংসদে বাজেট অধিবেশন শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে টুইট করেন বর্ষীয়ান বিজেপি নেতা। যদিয় স্বামীর টুইটে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব।

Web Desk - ANB | Published : Feb 1, 2023 3:17 PM IST

মোদী সরকারের বাজেটকে 'মুদির দোকানের বিল' বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যন স্বামী। বুধবার সংসদে দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এরপরই টুইটবার্তায় বাজেটের কড়া সমালোচনা করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যন স্বামী। এমনকী এই বাজেটকে দেখে মুদির দোকানের বিল মনে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট অধিবেশন শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে টুইট করেন বর্ষীয়ান বিজেপি নেতা। যদিয় স্বামীর টুইটে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব।

২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট অধিবেশন শেষ হওয়ার পর দুপুর সাড়ে তিনটে নাগাদ টুইট করেন বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রহ্মণ্যন স্বামী। টুইটে তিনি লেখেন,'আজ কি বাজেট পেশ করা হল? এটা তো মুদির দোকানের বিল মনে হচ্ছে। একটি আদর্শ বাজেটে সবসময়য় তার উদ্দেশ্যগুলো প্রকাশ পায়। যদি এটি জিডিপি গ্রোথ রেট হয় তবে তার বিনিয়োগের হার, রির্টানের হার প্রকাশ করুক।' উল্লেখ্য এর আগেও একাধিক ইস্যুতে মোদী সরকারের সমালোচনা করেছেন স্বামী।

 

 

অন্যদিকে বাজেটের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। ভোটমূখী বাজেট যে খানিকটা 'জনমোহিনী' হবে সে বিষয় আগেই আঁচ করা গিয়েছিল। কিন্তু এই বাজেটকে গরিব-মধ্যবিত্তের স্বার্থের বিরোধী বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বীরভূমের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন,'গরিব-মধ্যবিত্তের কোনও লাভ নেই। বাজেটে শুধু একশ্রেণির মানুষই সুবিধা পাচ্ছে। দরিদ্ররা বঞ্চিত হয়েছে। মুদ্রাস্ফিতি আকাশ ছোঁয়া। ট্যাক্সে ছাড় দিয়ে কী হবে?' এখানেই শেষ নয় সেলফ হেল্প গ্রুপ, আইসিডিএস-এর জন্য কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আরও বলেন,'বিনামূল্যে গ্যাস দেওয়ার জন্য উজ্জ্বলা প্রকল্প চালু করা হয়েছে, কিন্তু কেউ কি গ্যাস পেয়েছে?'

অন্যদিকে, এই অধিবেশনের পরই ভিডিও বার্তায় অর্থমন্ত্রী ও তাঁর গোটা টিমকে শুভেচ্ছা জানালেন মোদী। ভিডিয়োবার্তায় মোদী বললেন,'এই বাজেট অমৃতকালের প্রথম বাজেট। কৃষক,মধ্যবিত্ত-সহ দেশের সমস্ত নাগরিকের স্বপ্নপূরণ করবে এই বাজেট। বিকশিত ভারতের স্বপ্নপূরণের লক্ষ্যে প্রথম বীজ বপন করল এই বাজেট। জনমোহিনী এই বাজেটের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও তাঁর গোটা টিমকে জানাই অভিনন্দন।' পাশাপাশি তিনি আরও বলেন,' এ দেশে কোটি কোটি বিশ্বকর্মা রয়েছেন। তাঁরাই এই দেশ গড়ার কারিগর। এই বাজেটে দেশের সেই সকল বিশ্বকর্মাকে সাহায্য করা হয়েছে। সরকার যে সব রকমভাবে তাঁদের পাশে রয়েছে সেই বিষয়ও এই বাজেট স্পষ্ট করেছে। এদিন এই বাজেটে গরিবদের স্বপ্নপূরণ হবে বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,'দরিদ্র ও মধ্যবিত্তদের জন্য এই বাজেট। বঞ্চিতদের সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয়েছে।'

আরও পড়ুন - 

দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, বাজেট নিয়ে কড়া প্রতিক্রিয়া কংগ্রেসের

অটো সেক্টর থেকে কৃষি ও স্টার্টআপে বিশেষ জোড়, কতটা ইতিবাচক হল এবারের বাজেট? দেখে নিন কী বলছেন বিশিষ্টরা

নির্মলার বাজেটে স্বস্তিতে অমিত শাহ, প্রচুর বরাদ্দ অভ্যন্তরীন নিরাপত্তা খাতে

Share this article
click me!