সজাগ রয়েছে সরকার ,নজর রাখছেন প্রধানমন্ত্রী, করোনা নিয়ে আশ্বাসবাণী স্বাস্থ্যমন্ত্রীর

  • করোনা নিয়ে আতঙ্কের কারণ নেই
  • দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে
  • সংসদে আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
  • সরকার পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে

Asianet News Bangla | Published : Mar 5, 2020 6:19 AM IST / Updated: Mar 05 2020, 11:57 AM IST

বুধবার পর্যন্ত এদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৯। যার মধ্যে ১৬ জন ইতালিয় পর্যটক। বাকি ১৩ জন ভারতীয় নাগরিক।  দেশে করোনা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভায় একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন।

 

আরও পড়ুন: বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে মারণ করোনা, আক্রান্ত ৯৫,০০০ বেশি মানুষ

তবে পরিস্থিতি নিয়ন্ত্র্রণে, ভয় পাওয়ার কিছু নেই বলেই আশ্বাস দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি নিজে এবিষয়ে নজর রাখছেন। কেন্দ্রের একাধিক মন্ত্রীও ময়দানে নেমেছেন।  শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পুরি বিষয়টি গুরুত্ব দিয়ে  পর্যবেক্ষণে রেখেছেন। সংসদে  বিবৃতি দিতে গিয়ে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।  ডক্টর হর্ষবর্ধন জানান, দেশে এখনও পর্যন্ত ২৮,৫২৯ জন ব্যক্তিকে কমিউনিটি সারভিলেন্সে রাখা হয়েছে। 

 

আরও পড়ুন: গুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হলেন পেটিএম কর্মী, আতঙ্কে বন্ধ করা হল ই-ওয়ালেট সংস্থার দফতর

এদিকে করোনা ভাইরাসের কারণে  ইরান সহ বিভিন্ন দেশে  আটকে পড়া ভারতীয়দের খুব শীঘ্রই সরকার উদ্ধার করে নিয়ে আসবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। পুরো পরিস্থিতির দিকে নজর রাখছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


 

Share this article
click me!