Puja Khedkar: জালিয়াতির অভিযোগে মামলা, শিক্ষানবিশ আইএএস পূজা খেডকরের প্রার্থীপদ বাতিলের পথে ইউপিএসসি

Published : Jul 19, 2024, 06:40 PM ISTUpdated : Jul 19, 2024, 07:22 PM IST
Puja Khedkar

সংক্ষিপ্ত

ভারতে শিক্ষা ও চাকরিতে জালিয়াতি, প্রতারণার ঘটনা নতুন নয়। কিন্তু শিক্ষানবিশ আইএএস অফিসার পূজা খেডকরের বিরুদ্ধে যে ধরনের জালিয়াতির অভিযোগ উঠেছে তা নজিরবিহীন।

শিক্ষানবিশ আইএএস অফিসার পূজা খডকরের বিরুদ্ধে শুক্রবার মামলা দায়ের করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শারীরিক প্রতিবন্ধকতা সংক্রান্ত জাল শংসাপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছে পূজার বিরুদ্ধে। এই অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এবার ইউপিএসসি মামলা দায়ের করায় পূজার উপর চাপ বাড়ল। তাঁর প্রার্থীপদ খারিজ করার পথেও হাঁটছে ইউপিএসসি। এক বিবৃতিতে ইউপিএসসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পূজা মনোরমা দিলীপ খেডকরের বিরুদ্ধে অপকর্মের যে অভিযোগ উঠেছে, তার পূর্ণাঙ্গ ও বিস্তারিত তদন্ত করা হচ্ছে। ২০২২ সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেন পূজা। তদন্তে জানা গিয়েছে, পরীক্ষার নিয়ম লঙ্ঘন করে জালিয়াতির মাধ্যমে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন পূজা। তিনি নাম, বাবার নাম, মায়ের নাম, ছবি, স্বাক্ষর, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, ঠিকানার বিষয়ে জালিয়াতি করেন।’ তদন্তে এই জালিয়াতি ধরা পড়ার ফলে পূজার পক্ষে আর আমলা হওয়া সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছে ইউপিএসসি।

গ্রেফতার হতে পারেন পূজা

ইউপিএসসি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘পূজার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ইউপিএসসি। পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছে। কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়েছে। ২০২২ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় তাঁর প্রার্থীপদ বাতিল করা, ভবিষ্যতে পরীক্ষায় বসার অনুমতি বা আমলা হিসেবে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে অবগত করা হয়েছে। ২০২২ সালের সিভিল সার্ভিস পরীক্ষা সংক্রান্ত যে নিয়ম রয়েছে, তার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ পূজার বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের হওয়ায় তিনি এবার গ্রেফতার হতে পারেন।

জালিয়াতি করেও বেপরোয়া পূজা

পূজার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মহারাষ্ট্র সরকারের দ্বারস্থ হন পুণের জেলাশাসক সুভাষ দিওয়াসে। পাল্টা তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করেন পূজা। এ বিষয়ে তাঁর বয়ান নেওয়ার জন্য বৃহস্পতিবার ডেকে পাঠায় পুণে পুলিশ। এবার পূজার বিরুদ্ধেই এফআইআর দায়ের হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

লিফটে পোষ্য সারমেয়র ওঠা নিয়ে হাতাহাতি, মহিলাকে চড় প্রাক্তন আইএএস অফিসারের! দেখুন ভাইরাল ভিডিও

একসময় আইএএস অফিসার হওয়ার বাসনা ছিল, এখন সবচেয়ে ধনী ছোটপর্দার অভিনেত্রী

নিজেকে ‘আইএএস অফিসার’ পরিচয় দিয়ে একের পর এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক, গ্রেফতার পুরুলিয়ার যুবক

PREV
click me!

Recommended Stories

News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে
জনগণনা ২০২৭: ৩০ লক্ষ কর্মী, ১১,৭১৮ কোটি টাকা বাজেট, বিশ্বের বৃহত্তম সমীক্ষা