Uttar Pradesh Assembly Election 2022 : কংগ্রেসের প্রার্থী তালিকায় ৪০ শতাংশই মহিলা, নাম ঘোষণার পরেও দল ছাড়ছেন

Published : Jan 26, 2022, 10:42 PM IST
Uttar Pradesh Assembly Election 2022 : কংগ্রেসের প্রার্থী তালিকায় ৪০ শতাংশই মহিলা, নাম ঘোষণার পরেও দল ছাড়ছেন

সংক্ষিপ্ত

কংগ্রেস এখনও পর্যন্ত ২৫৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে ৪৭ জন প্রার্থী মুসলিম। ১২৫ প্রার্থীর প্রথম তালিকায় ২০ জন সংখ্যালঘু সম্প্রদায় থেকে টিকিট পেয়েছেন।

বেজে গিয়েছে নির্বাচনী দামামা। এমতাবস্থায় এবার উত্তরপ্রদেশ নির্বাচনের (Uttar Pradesh Assembly Election 2022) জন্য প্রার্থীদের তৃতীয় তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। ৮৯ প্রার্থীর এই তালিকায় ৩৭ জন মহিলা প্রার্থী টিকিট পেয়েছেন। এর আগে প্রথম তালিকায় ১২৫ জন এবং দ্বিতীয় তালিকায় ৪১ জনের নাম ঘোষণা করা হয়েছিল। এখন পর্যন্ত ঘোষিত ২৫৫ প্রার্থীর মধ্যে ১০৩ জন মহিলা প্রার্থী রয়েছেন বলে দেখা যাচ্ছে। এদিকে প্রার্থী তালিকা ঘোষণার আগেই উত্তরপ্রদেশ কংগ্রেসের (Uttarpradesh Congress) প্রধান এবার নির্বাচনে কংগ্রেসের তরফে ৪০ শতাংশ প্রার্থী দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী চলছে টিকিট বিতরণের কাজ। এ পর্যন্ত আসা প্রার্থীদের তিনটি তালিকাতেই বিষয়টি খেয়াল রাখা হয়েছে। প্রিয়াঙ্কা প্রথম তালিকা প্রকাশ করেন তাতে ৫০ জন মহিলাকে প্রার্থী করা হয়েছিল। ৪১ প্রার্থীর দ্বিতীয় তালিকায়ও টিকিট পেয়েছেন ১৬ জন নারী। আজ প্রকাশিত তৃতীয় তালিকায় ৮৯ জন প্রার্থীর মধ্যে ৪১ শতাংশ অর্থাৎ ৩৭ জন মহিলা প্রার্থী রয়েছেন।

অন্যদিকে কংগ্রেস এখনও পর্যন্ত ২৫৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে ৪৭ জন প্রার্থী মুসলিম। ১২৫ প্রার্থীর প্রথম তালিকায় ২০ জন মুসলিম সম্প্রদায় থেকে টিকিট পেয়েছেন। ৪১ জন প্রার্থীর দ্বিতীয় তালিকায় স্থান পেয়েছেন মুসলিম সম্প্রদায়ের নয় জন। আজকের তালিকায় টিকিট পেয়েছেন ১৮ জন সংখ্যালঘু প্রার্থী। অর্থাৎ এখনও পর্যন্ত প্রকাশিত তালিকায় কংগ্রেস ১৮ শতাংশ টিকিট সংখ্যালঘু প্রার্থীদের দিয়েছ। এদিকে প্রার্থী পদ ঘোষণা করেও স্বস্তিতে নেই হাত শিবির। প্রার্থী তালিকায় নাম থাকা সত্ত্বেও কংগ্রেস নেতারা দল ছেড়ে চলে যাচ্ছেন। এতে প্রার্থী বাছাইয়ে প্রিয়াঙ্কা গান্ধীর অসুবিধা বাড়ছে। এ পর্যন্ত চারজন প্রার্থী দল ছেড়েছেন বলে জানা যাচ্ছে। তাদের মধ্যে একজন আবার দল ছাড়ার ছয় দিন পরে ফিরে এসেছেন। কংগ্রেসের তরপে রামপুরের চামরাউয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রাক্তন বিধায়ক ইউসুফ আলিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এদিকে প্রার্থী পদে নাম ঘোষণার পরেও ইউসুফ আলী সমাজবাদী পার্টিতে যোগ দেনয। এদিকে অখিলেশের দলের তরফে টিকিট না পেয়ে মাত্র ছয়দিন পর ফের কংগ্রেসে ফিরে আসেন তিনি।

আরও পড়ুন-ফিরছে স্বস্তি, গত ২৪ ঘণ্টায় ফের রাজ্যে কমল আক্রান্তের সংখ্যা, কমল মৃত্যু

আরও পড়ুন-প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পাননি আমন্ত্রণ, অমিতের মালব্যের সঙ্গে একযোগে মমতাকে আক্রমণ শুভেন্দুর

একই সময়ে, মঙ্গলবার আরপিএন সিং বিজেপিতে যোগ দেওয়ার পরে, পদরুনা থেকে কংগ্রেস প্রার্থী রাজকুমারও দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। একইভাবে, রামপুর জেলার সোয়ার আসন থেকে কংগ্রেস হায়দার আলি খান ওরফে হামজা মিয়ানকে মনোনয়ন দিয়েছে। টিকিট পাওয়ার পর অনুপ্রিয়া প্যাটেলের দল আপনা দলে যোগ দেন হামজা। এখান থেকে বিজেপি-আপনা দল জোটের প্রার্থী হবেন হামজা। এই আসনে আবার আজম খানের ছেলে আবদুল্লাহ আজমকে টিকিট দিয়েছে এসপি।

আরও পড়ুন-  জয়প্রকাশ প্রসঙ্গ উঠতেই মেজাজ হারালেন শান্তুনু, বিতর্কের মাঝেই মুখ খুললেন সুকান্ত

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধি নিয়ে ঘনাচ্ছে রহস্য? কর্মচারী ও পেনশনভোগীরা খুঁজছে উত্তর
জেনে নিন আজ শহরের ডিজেল ও পেট্রোলের দাম কত