কার্ডটি বীজ কাগজ দিয়ে তৈরি হয়েছে। এটি এমনভাবে তৈরি হয়েছে যা থেকে একটি গাছ জন্মাতে পারে। কারণ কাগজটি তৈরির সময়ই সার ও বীজ মিশিয়ে তৈরি করা হয়েছিল। তাই আমন্ত্রণপত্রটি যদি মাটিতে পুঁতে দেওয়া হয় তাহলে তা থেকে অবশ্যই গাছ জন্মাবে। এটি একটি বায়োডিগ্রেবেল কাগজ।
আপনি বিশ্বাস করতে পারেন আবার না-ও করতে পারেন। কিন্তু সম্পূর্ণ অন্যধরনের একটি আমন্ত্রণ পত্র (invitation card) বিলি করা হয়েছে সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2022) অনুষ্ঠানের জন্য। সেই কার্ডের শেষর দিকে চোখ দিলেই তা নজরে পড়বে। কারণ আমন্ত্রণ পত্রের একদম নিচে লেখা রয়েছে, 'আমলা গাছ (Amla tree) লাগানোর জন্য এই কার্ডটি পুঁতে দিন'। আমলা অর্থাৎ আমলকি। কার্ডে স্পষ্ট করে বলা হয়েছে, কার্ডটি থেকে জন্মাতে পারে একটি আমলা গাছ।
কার্ডটি বীজ কাগজ দিয়ে তৈরি হয়েছে। এটি এমনভাবে তৈরি হয়েছে যা থেকে একটি গাছ জন্মাতে পারে। কারণ কাগজটি তৈরির সময়ই সার ও বীজ মিশিয়ে তৈরি করা হয়েছিল। তাই আমন্ত্রণপত্রটি যদি মাটিতে পুঁতে দেওয়া হয় তাহলে তা থেকে অবশ্যই গাছ জন্মাবে। এটি একটি বায়োডিগ্রেবেল কাগজ।
বীজ কাগজ কী?
বীজ কাগজ হল একটি বিশেষ পরিবেশ বান্ধব কাগজ। যা বন্য ফুল বা ফলের বীজ থেকে তৈরি হয়। বীজটি এমনভাবে প্রক্রিয়া করে কাগজ তৈরি হয় যা টবে বা বাগানে পুঁতে গিয়ে সেখান থেকে গাছের জন্ম হবে। অর্থাৎ কাগজটি থেকে বীজ অঙ্কুরিত হয় ও গাছ হিসেবে তা বেড়ে ওঠে।
বীজ কাগজ মূলত বায়োডেগ্রেবেল। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এই কাগজ চারা রোপনের কাজে ব্যবহার করার অনুমতি পেয়েছে। এটি পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী থেকে তৈরি। বিভিন্ন ঘরনেপ বীজ কাগজ পাওয়া যায়। এটি বিভিন্ন রঙের হয়ে থাকে। এটি মসৃণ অথবা পুরু হয়। মানে আপনি যেমনটি চাইবেন তেমনই পাবেন। অ্যামাজন, ফ্লিপকার্টের পর ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে এজাতীয় কাগজ পাওয়া যায়। চাহিদার কথা মাথায় রেখে বড়বড় দোকান ও কার্ড প্রস্তুতকারক দোকানগুলিও এজাতীয় কার্ড রাখছে। আমন্ত্রণ পত্রের জন্য এজাতীয় কাগজ ব্যবহার করা হয়।
Republic Day 2022: ৩০ বছর পর শ্রীনগরের লালচকে উড়ল দেশের জাতীয় পতাকা, উৎসবের মেজাজ কাশ্মীরে
Farewell Of Virat: অবসরে রাষ্ট্রপতির বডিগার্ড বিরাট, বিদায় জানালেন প্রধানমন্ত্রী মোদী
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর, রাজীব চন্দ্রশেখর বললেন 'সুখবর'