Adityanath Property: লক্ষ টাকার মালিক যোগী আদিত্যনাথ, এক বছরে কমেছে সম্পত্তি

Published : Feb 04, 2022, 06:22 PM ISTUpdated : Feb 04, 2022, 06:30 PM IST
Adityanath Property: লক্ষ টাকার মালিক যোগী আদিত্যনাথ, এক বছরে কমেছে সম্পত্তি

সংক্ষিপ্ত

নিজের সম্পত্তির বিস্তারিত বিবরণও জমা দিলেন যোগী আদিত্যনাথ। সম্পত্তির পরিমাণ, আয়ের উৎস, মোট আয় সম্পর্কে এদিন বিস্তারিত বিবরণ জমা দিলেন মুখ্যমন্ত্রী। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহকে (Amit Shah) পাশে নিয়ে শুক্রবার গতবারের জেতা আসন গোরখপুর (Gorakhpur Assembly Constituency) থেকে নমিনেশন জমা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath)। তবে এখানেই শেষ নয়  (UP Elections 2022)। এরই সঙ্গে নিজের সম্পত্তির বিস্তারিত বিবরণও জমা দিলেন যোগী আদিত্যনাথ। সম্পত্তির পরিমাণ, আয়ের উৎস, মোট আয় সম্পর্কে এদিন বিস্তারিত বিবরণ জমা দিলেন মুখ্যমন্ত্রী। 

যোগী আদিত্যনাথের সম্পত্তির খতিয়ান

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরখপুর সিটি বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন। এই সময়, মুখ্যমন্ত্রী যোগী তার মোট সম্পদের বিবরণও দিয়েছেন। মনোনয়নের সময় আদিত্যনাথ জানিয়েছেন যে ২০২০-২০২১ আর্থিক বছরে তাঁর মোট আয় ১৩,২০,৬৫৩ টাকা।

২০২০-২১ সালে মুখ্যমন্ত্রী যোগীর আয় কমেছে

নমিনেশন ফাইল করার সময়ে আদিত্যনাথের দেওয়া খতিয়ান বলছে ২০২০-২১ আর্থিক বছরে মুখ্যমন্ত্রীর আয় ১৩,২০,৬৫৩ টাকা। ২০১৯-২০ সালে, এই আয় ছিল ১৬,৬৮,৭৯৯। ২০১৯-২০ এবং ২০২০-২১ আর্থিক বছরগুলিতে মুখ্যমন্ত্রীর আয় হ্রাস পেয়েছে। এর আগে ২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১৮,২৭,৬৩৯ টাকা।

হাতে নগদ এক লক্ষ টাকা

নগদ অর্থের বিশদ বিবরণ দিয়ে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মনোনয়নে বলেছিলেন যে তাঁর কাছে এক লক্ষ টাকা রয়েছে।

কানের গয়নায় ২০ গ্রাম সোনা

গয়না সম্পর্কে তথ্য দিয়ে, যোগীর মনোনয়নে বলা হয়েছে যে তাঁর কানে একটি কুণ্ডল ( সোনার) রয়েছে। এতে ২০ গ্রাম সোনা রয়েছে। এটি কেনার সময়ে খরচ করতে হয়েছে ৪৯ হাজার টাকা। এর সঙ্গে সোনার চেনে রুদ্রাক্ষের মালা রাখার কথাও বলা হয়েছে। কেনার সময় যার মূল্য ছিল ২০ হাজার টাকা। 

তালিকায় রয়েছে রিভলবার ও রাইফেল 

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে একটি রিভলভার রয়েছে, কেনার সময় যার মূল্য ছিল ১ লাখ টাকা। এর সাথে তার একটি রাইফেলও রয়েছে, যার মূল্য কেনার সময় ৮০ হাজার টাকা ছিল বলে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশ ভোটের আগে বিজেপি-র উপর ফের চাপ বাড়াচ্ছে কৃষকরা, অস্বস্তিতে যোগী ব্রিগেড
UP Digital Campaign: বিজেপির থ্রিডি প্রযুক্তি, কংগ্রেস-সপার সোশ্যাল মিডিয়া - ডিজিটাল যুদ্ধ 

যোগীর আয়ের উৎস 

যোগী আদিত্যনাথ আয়ের উৎস হিসেবে জনপ্রতিনিধি (প্রাক্তন সাংসদ এবং বিধায়ক) হিসাবে প্রাপ্ত বেতন-ভাতা সম্পর্কে তথ্য দিয়েছেন।

উল্লেখ্য, এই প্রথম উত্তরপ্রদেশের কোনও মুখ্যমন্ত্রীর প্রার্থীপদে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেটে প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেউ বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমায় উপস্থিত থাকলেন। এই দিক দিয়ে এটা যোগীর কাছেও যথেষ্ট গর্বের। যদিও, বিভিন্ন জনমত সমীক্ষায় যে ছবিটা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে এবারের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন বিজেপি-র কাছে যথেষ্টই কড়া চ্যালেঞ্জের হতে চলেছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট