দ্বিতীয় দফার ভোটের জন্য তৈরি উত্তরপ্রদেশ, এক নজরে সবকটি আসন

উত্তরপ্রদেশ নির্বাচনের দ্বিতীয় দফায় ৫৫টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮৬ জন প্রার্থী। প্রায় ১৭ হাজার ভোট কেন্দ্রে ভোট দিতে চলেছেন দুই কোটিরও বেশি ভোটার। 

রাত পোহালেই ভ্যালেন্টাইনস ডে, আর এই ভালবাসার দিনেই দ্বিতীয় দফার ভোট উত্তরপ্রদেশে (second phase of the elections in UP)। ১৪ই ফেব্রুয়ারি (Phase 2 Voting On Feb 14) অর্থাৎ সোমবার নয়টি জেলার ৫৫টি বিধানসভা কেন্দ্রে ভোট (UP Election 2022) হবে। দ্বিতীয় দফার প্রচার শেষ হয়েছে শনিবার ১২ই ফেব্রুয়ারি। উত্তরপ্রদেশ নির্বাচনের দ্বিতীয় দফায় ৫৫টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮৬ জন প্রার্থী। প্রায় ১৭ হাজার ভোট কেন্দ্রে ভোট দিতে চলেছেন দুই কোটিরও বেশি ভোটার। 

২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে, দ্বিতীয় দফার ৫৫টি বিধানসভা আসনের মধ্যে ৪০টি আসনে জিতেছিল বিজেপি। ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে, সমাজবাদী পার্টি (এসপি) ১৩টি আসন জিতেছিল, এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি) ২টি আসন পেয়েছিল।

Latest Videos

যে নয়টি জেলায় রাত পোহালেই ভোট

সাহারানপুর
মোরাদাবাদ
বেরেলি
রামপুর
বিজনোর
আমরোহা (জেপি নগর)
সম্বল (ভীম নগর)
বুদাউন
শাহজাহানপুর জেলা

উত্তরপ্রদেশ নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে এই ৫৫টি বিধানসভা কেন্দ্রে 

বেহাত
নাকুর
সাহারানপুর নগর
সাহারানপুর
ঠাকুরদ্বারা
মোরাদাবাদ গ্রামীণ
মোরাদাবাদ নগর
কুন্দরকি
বিলারি
চাঁদৌসি (এসসি)
আসমলী
সম্বল
সুয়ার
চামরাউয়া
বিলাসপুর
রামপুর
মিলাক (এসসি)
দেওবন্দ
রামপুর মনিহারন (এসসি)
গঙ্গোহ
নাজিবাবাদ
নাগিনা (এসসি)
বারহাপুর
ধামপুর
নেহতাউর (এসসি)
বিজনোর
চাঁদপুর
বিথারি চানপুর
বেরেলি
বেরেলি ক্যান্ট।
নুরপুর
কান্থ
ধানৌড়া (এসসি)
নওগাওয়ান সাদাত
আমরোহা
হাসানপুর
গুন্নর
বিসাউলি (এসসি)
সহসওয়ান
বিলসি
বাদাউন
শেখুপুর
দাতাগঞ্জ
বাহেরী
মীরগঞ্জ
ভজিপুরা
নবাবগঞ্জ
ফরিদপুর (এসসি)
আওনলা
কাটরা
জালালাবাদ
তিলহার
পোয়ান (SC)
শাহজাহানপুর
দাদরাউল

উত্তরপ্রদেশ নির্বাচনের দ্বিতীয় দফার মূল প্রার্থী

২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভার দ্বিতীয় দফায় সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা মহম্মদ আজম খান এবং রাজ্যের অর্থমন্ত্রী সুরেশ খান্নার ভাগ্য নির্ধারিত হতে চলেছে। এই পর্বে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান প্রার্থীরা হলেন

১. রামপুর থেকে কংগ্রেসের নবাব কাজিম আলি খান
২. বেরেলি ক্যান্টনমেন্ট থেকে সমাজবাদী পার্টির সুপ্রিয়া আরন
৩. গঙ্গোহ থেকে কীরাত সিং গুর্জার
৪. নওগাওয়ান আসন থেকে বিজেপির দেবেন্দ্র নাগপাল

এই পর্বে ময়দানে আরেকটি বিশিষ্ট মুখ হল ধরম সিং সাইনি, যোগী আদিত্যনাথ সরকারের একজন মন্ত্রী যিনি ভোটের পরে এসপি-তে চলে গিয়েছিলেন। 

আরও পড়ুন - UP Elections 2022 : শাসক হোক বা বিরোধী, বড় অংশের প্রার্থীদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ

আরও পড়ুন - Goa Elections 2022: গোয়াকে কী কী প্রতিশ্রুতি দিলেন মমতা, প্রকাশিত হল ইশতেহার

আরও পড়ুন - পঞ্জাবে সরকার গড়বে আপ, উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ডে কী হবে - কী বলছে জন কি বাত-এর জনমত সমীক্ষা

নবাব কাজিম আলি খানকে তার শক্ত ঘাঁটি রামপুর আসন থেকে, সুরেশ খান্নাকে শাহজাহানপুর থেকে প্রার্থী করা হয়েছে। ধরম সিং সাইনি নাকুদ বিধানসভা কেন্দ্র থেকে তার ভাগ্য পরীক্ষা করবেন। সোয়ার আসন থেকে প্রার্থী হয়েছেন কাজিম খানের ছেলে আবদুল্লাহ আজম। তাকে হায়দার আলি খানের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। হায়দর আলি খান আরেকটি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী ও রামপুরের নবাব। হায়দর বিজেপির সহযোগী আপন দলের (সোনেলাল) টিকিটে নিজের ভাগ্য পরীক্ষা করতে নামছেন। উল্লেখ্য, হায়দার আলি খান প্রাক্তন সাংসদ নূর বানোর নাতি।

এছাড়াও রাজ্যের বিদায়ী জলশক্তি মন্ত্রী বলদেব সিং আউলাখ বিলাসপুর থেকে প্রার্থী হয়েছেন। নগরোন্নয়ন প্রতিমন্ত্রী মহেশ চন্দ্র গুপ্তা বাদাউন থেকে এবং মাধ্যমিক শিক্ষা প্রতিমন্ত্রী গুলাব দেবী চান্দৌসি থেকে ভোটের ময়দানে রয়েছেন। বরেলির প্রাক্তন মেয়র সুপ্রিয়া অরন সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে বরেলি ক্যান্টনমেন্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury